ভিডিও বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫

কোরবানির পশুর চামড়ার নতুন মূল্য নির্ধারণ

কোরবানির পশুর চামড়ার নতুন মূল্য নির্ধারণ

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে কোরবানির পশুর চামড়ার নতুন মূল্য নির্ধারণ করেছে সরকার। এবার গত বছরের চেয়ে গরুর চামড়ার দাম প্রতি বর্গফুটে পাঁচ টাকা বাড়ানো হয়েছে। আর খাসি ও বকরির চামড়ার দাম ২ টাকা করে বাড়ানো হয়েছে।

আজ রোববার (২৫ মে) সচিবালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন।

বাণিজ্য উপদেষ্টা বলেন, ঢাকায় প্রতি বর্গফুট লবণযুক্ত গরুর চামড়ার দাম ৬০ থেকে ৬৫ টাকা এবং ঢাকার বাইরে ৫৫ থেকে ৬০ টাকা নির্ধারণ করা হয়েছে।

তবে ছোট গরুর  কাঁচা পুরো চামড়ার সর্বনিম্ন দাম ঢাকায় ১ হাজার ৩৫০ টাকা নির্ধারণ করা হয়েছে। আর ঢাকার বাইরে ছোট গরুর  কাঁচা পুরো চামড়ার সর্বনিম্ন দাম নির্ধারণ করা হয়েছে ১ হাজার ১৫০ টাকা। আর বড় গরুর চামড়া ব্যবসায়ীরা চাহিদা অনুসারে মূল্য নির্ধারণ করবেন।

খাসির চামড়ার ক্রয়মূল্য প্রতি বর্গফুট ২২ থেকে ২৭ টাকা এবং বকরির চামড়ার দাম ২০ থেকে ২২ টাকা নির্ধারণ করা হয়েছে।

আরও পড়ুন

দেশে কাঁচা চামড়ার চাহিদা না থাকলে প্রয়োজনে চামড়া রফতানি করা যাবে জানিয়ে বাণিজ্য উপদেষ্টা বলেন, কাচা চামড়া বা ওয়েট ব্লু চামড়া চামড়া রফতানি সংক্রান্ত যে বিধিনিষেধ ছিল, সেটি প্রত্যাহার করেছে সরকার।

শেখ বশিরউদ্দীন বলেন, কাঁচা চামড়া সংরক্ষণকে গুরুত্ব দিয়ে এ বছর ৩০ হাজার টন লবণ বিনামূল্যে মাদ্রাসা ও এতিমখানায় বিনামূল্যে সরবরাহ করা হবে। ১০ দিন পর্যন্ত ঢাকার বাইরে থেকে কোনো কাঁচা চামড়া রাজধানীতে ঢুকতে দেয়া হবে না।

বাণিজ্য উপদেষ্টা বলেন, সাভারের চামড়া পল্লীর সমস্যাগুলো বিহিত করার চেষ্টা করা হচ্ছে। সরকারের কাছে প্রণোদনা বাবদ তাদের ২৫০ কোটি টাকা পাওনা ছিল, বাংলাদেশ ব্যাংক গত সপ্তাহে অর্থ বিভাগের মাধ্যমে ছাড় করা হয়েছে।

এ ছাড়া সামগ্রিকভাবে ব্যবস্থাপনার জন্য পুলিশ সদর দপ্তরে একটা সেল খোলা হয়েছে, যাতে বাণিজ্য মন্ত্রণালয়ের দুজন প্রতিনিধি থাকবেন বলে বাণিজ্য উপদেষ্টা জানান।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার বিশিষ্ট ব্যবসায়ী ঈসার দাফন সম্পন্ন

নির্বাচনি দায়িত্ব পালনে অবহেলা-অপরাধে সাজা বাড়ছে

তারুণ্যের উৎসব উদযাপনে রংপুরে কাবাডি খেলায় গঙ্গাচড়া মডেল স্কুল চ্যাম্পিয়ন

নারায়ণগঞ্জে ৪ শতাধিক অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করলো তিতাস

বগুড়ায় রেলওয়ে কলোনিতে যৌথ বাহিনীর অভিযানে মাদকসহ গ্রেফতার ৯

দেশের প্রথম ক্যাশলেস ক্যাম্পাস রাবি