চাঁদপুরে টিনের বেড়ায় বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল ২ জনের

নিউজ ডেস্ক: চাঁদপুর সদর উপজেলার পুরান বাজার দুই নম্বর ওয়ার্ড পশ্চিম জাফরাবাদ গ্রামে ঢালী বাড়িতে বিদ্যুৎস্পৃষ্টে দুজনের মৃত্যু হয়েছে।
শুক্রবার (২৩ মে) বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- ওই বাড়ির মৃত আব্দুল ঢালীর ছেলে মো. মন্টু ঢালী (৭০) এবং একই এলাকার খান বাড়ির আমিন খানের ছেলে মো. আনোয়ার হোসেন খান (৫৫)।
মন্টু ঢালীর ছেলে আল-আমিন বলেন, “ধারণা করা হচ্ছে, আর্থিংয়ের সমস্যা থেকে বসতঘর আগেই বিদ্যুতায়িত হয়েছিল। সকালে আনোয়ার খান আমাদের বাড়িতে নতুন আত্মীয়তার বিষয়ে কথা বলে এসেছিলেন। চলে যাওয়ার সময় তিনি ঘরের বেড়ার টিনে হাত দিলে বিদ্যুতায়িত হন। তাকে বাঁচাতে গিয়ে বাবাও বিদ্যুতায়িত হন। দুজনকে উদ্ধার করে চাঁদপুর জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।”
আরও পড়ুনহাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. আসিবুল আহসান বলেন, ‘‘হাসপাতালে আনার আগেই দুজনের মৃত্যু হয়েছে।’’
চাঁদপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. বাহার মিয়া বলেন, ‘‘নিহতের পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহ হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় দুটি পৃথক অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।’
মন্তব্য করুন