ভিডিও শুক্রবার, ১৮ জুলাই ২০২৫

পিরোজপুরে প্রতিপক্ষের হামলায় ছাত্রদলকর্মী নিহত

নিহত মো. মুবিন (২৩)

পিরোজপুর প্রতিনিধি: পিরোজপুরের মঠবাড়িয়ায় মো. মুবিন (২৩) নামের এক ছাত্রদলকর্মী প্রতিপক্ষের হামলায় নিহত হয়েছেন। এ সময় ধারালো অস্ত্রের আঘাতে একজন আহত হয়েছেন।

আজ বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আহত মো. মুবিন মারা যান।

আহত কাতার প্রবাসী তামিম শামীম (২৩) গুরুতর জখম হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এলাকায় আধিপত্য বিস্তার ও পূর্বশত্রুতার জের ধরে গত বুধবার সন্ধ্যায় শহরের জমাদ্দর চত্বর এলাকায় এ হামলার ঘটনা ঘটে।

নিহত মুবিন মঠবাড়িয়া বনিক সমিতির সভাপতি মো. ইদ্রিস আলী মহারাজের ছেলে এবং উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মো. শামিম মৃধার আপন ভাগনে। সংঘর্ষে লিপ্ত উভয় কর্মী-সমর্থক মঠবাড়িয়া উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক শামীম মিয়া মৃধার সমর্থক বলে স্থানীয়রা জানিয়েছেন।

আরও পড়ুন

হাসপাতাল ও স্থানীয় সূত্র জানায়, বুধবার বিকালে শহরের নিউমার্কেট এলাকার বাসিন্দা ছাত্রদল কর্মী মো. মুবিন ও তার সহযোগীরা তুচ্ছ ঘটনা নিয়ে মো. রনির এক নিকটাত্মীয়কে মারধর করে। এতে ক্ষিপ্ত হয়ে একপর্যায়ে রনি ও তার সহযোগীরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে মুবিন ও তার সহযোগী তামিম শামীমকে (২৩) গুরুতর জখম করে। পরে স্থানীয়রা গুরুতর অবস্থায় আহত দুজনকে প্রথমে মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাদের বরিশাল স্থানান্তর করেন। সেখানে মুবিনের অবস্থার অবনতি ঘটলে ঢাকা একটি হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে বৃহস্পতিবার দুপুরে চিকিৎসাধীন অবস্থায় মুবিনের মৃত্যু হয়।

এ বিষয়ে উপজেলা বিএনপির আহ্বায়ক মো. শামীম মিয়া মৃধা বলেন, তার ভাগনেকে পরিকল্পিতভাবে প্রতিপক্ষরা হত্যা করেছে। সঠিক তদন্ত করে জড়িতদের বিচার দাবি করেন। মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, হামলাকারীদের চিহ্নিত করে গ্রেফতার অভিযান অব্যাহত রয়েছে।’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোপালগঞ্জে হামলার প্রতিবাদে বগুড়ায় এনসিপির বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

লামায় বন্ধ থাকা সব পর্যটনকেন্দ্র পর্যটকদের জন্য উন্মুক্ত

চাকরি দেওয়ার নামে প্রতিবন্ধী যুবকের কাছ থেকে সাড়ে ১০ লাখ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ

পিরোজপুরে প্রতিপক্ষের হামলায় ছাত্রদলকর্মী নিহত

‘জুলাই সনদ তৈরির প্রক্রিয়া হতে হবে স্বচ্ছ ও মানুষের কাছে দৃশ্যমান’

জামালপুরে অপহরণের পর স্কুলছাত্রীকে ধর্ষণ, যুবকের যাবজ্জীবন