ভিডিও সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫, ১৬ অগ্রহায়ণ ১৪৩২

প্রকাশ : ০২ ফেব্রুয়ারি, ২০২৫, ০৬:৩২ বিকাল

ফেনীতে কাভার্ডভ্যান-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ১

ফেনীতে কাভার্ডভ্যান-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ১

নিউজ ডেস্ক : ফেনী-সোনাগাজী সড়কের পুরাতন রাস্তার মাথা লক্ষ্মীপুর নামক স্থানে কাভার্ডভ্যান-সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিজাম উদ্দিন (৪৫) নামের চট্টগ্রামের এক ক্ষুদ্র ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। এ সময় সিএনজি অটোরিকশায় থাকা নিহতের স্ত্রী ও দুই সন্তান গুরুতর আহত হন। 

রবিবার (২ ফেব্রুয়ারি) সকাল ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত নিজাম উদ্দিন ফেনীর সোনাগাজী উপজেলার মঙ্গলকান্দি ইউনিয়নের দক্ষিণ মঙ্গলকান্দি গ্রামের মৃত নুরুল হক সর্দারের ছেলে। 

নিহতের শ্যালক নজরুল ইসলাম রাজু জানান, নিজাম উদ্দিন কাজীর দেওডী এলাকায় মুদি ব্যবসা করতেন। গত ২ দিন আগে চট্টগ্রাম থেকে সোনাগাজীতে তার অসুস্থ শ্বশুরকে দেখতে বাড়িতে আসেন। আজ সকালে পরিবার নিয়ে চট্টগ্রাম যাওয়ার উদ্দেশ্যে সিএনজি অটোরিকশা করে লালপোল যাচ্ছিলেন। সকাল ৭টার দিকে ফেনী সোনাগাজী সড়কের পুরাতন রাস্তার মাথা (লক্ষ্মীপুর) পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ডভ্যান সিএনজিটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে নিহত হন নিজাম উদ্দিন। এ সময় তার স্ত্রী ও ২ সন্তান গুরুতর আহত হয়। পরে তাদেরকে উদ্ধার করে ফেনী সদর হাসপাতালে ভর্তি করা হয়।

এ বিষয়ে সোনাগাজী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. বায়েজীদ আকন জানান, নিহতের লাশ হাসপাতাল মর্গে রাখা আছে। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

`নিজের ক্ষমতা দীর্ঘায়িত করতে পিলখানা হত্যাকাণ্ড ঘটিয়েছেন শেখ হাসিনা' | Daily Karatoa

খালেদা জিয়ার অসুস্থতাকে রাজনৈতিকভাবে না দেখার আহ্বান তামিমের

ডাকসু ভবনের সামনে কোর্ট বানানো নিয়ে বিতর্কের উত্তর দিলেন মিতু | DUCSU | Daily Karatoa

চকবাজারে আবাসিক ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট

নতুন ফিচার আনছে ইউটিউব

জীবনে প্রথম ধোঁকা খাওয়ার পর যে অভিজ্ঞতা প্রসূনের