ভিডিও শুক্রবার, ১৮ জুলাই ২০২৫

সংবাদ সম্মেলন

চাকরি দেওয়ার নামে প্রতিবন্ধী যুবকের কাছ থেকে সাড়ে ১০ লাখ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ

চাকরি দেওয়ার নামে প্রতিবন্ধী যুবকের কাছ থেকে সাড়ে ১০ লাখ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ

স্টাফ রিপোর্টার: চাকরি দেওয়ার নামে কয়েক দফায় প্রতারণা করে বাবা-ছেলে ও দুই মেয়ে এক প্রতিবন্ধী যুবকের কাছ থেকে সাড়ে ১০ লাখ টাকা হাতিয়ে নিয়েছে। টাকা ফেরত চাইলে শারীরিক প্রতিবন্ধী ওই যুবককে প্রাণে মেরে ফেলারও হুমকি দিচ্ছে ওই প্রতারক পরিবার। এমন অভিযোগ এনে বগুড়া পৌরসভার ২১নং ওয়ার্ডের বেজোড়া দক্ষিণপাড়া এলাকার আফজাল হোসেন বৃহস্পতিবার (১৭ জুলাই) বগুড়া প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করেন।

এসময় লিখিত বক্তব্যে আফজাল হোসেন বলেন, তিনি একজন অসহায় প্রতিবন্ধী মানুষ। তাকে চাকরি দেওয়া নাম করে তার চাচার আত্মীয় গাবতলী উপজেলার হোড়ারদিঘী এলাকার আবু বক্কর সিদ্দিক, তার ছেলে নাঈম, মেয়ে রাবেয়া সুলতানা ববি ও পপি তার বাড়িতে এসে সরকারি চাকরি দেওয়ার প্রলোভন দেয়। এরই ধারাবাহিকতায় ২০২৩ সালের ২৬ মার্চ প্রথম দফায় আড়াই লাখ টাকা, এপ্রিলের ৯ তারিখে তিন লাখ, ২৯ সেপ্টেম্বর তিন লাখ এবং দুইবার ব্যাংকের মাধ্যমে দুই দফায় আরও দুই লাখসহ মোট সাড়ে ১০ লাখ টাকা হাতিয়ে নেয়। চাকরি দেওয়ার কথা বলে এই পরিবার তার মূল সার্টিফিকেটসহ সব কাগজপত্রও নিয়ে নেয়। পরবর্তিতে তারা চাকরির নামে ভুয়া কাগজপত্র দেখায়। তিনি প্রতারণার শিকার হয়েছেন বুঝতে পারলে তাদের কাছে টাকা ও মূল কাগজপত্র ফেরত চাইলে প্রতারক পরিবারের সদস্যরা তাকে প্রাণে মেরে ফেলার হুমকি দিচ্ছে বলে অভিযোগ করা হয়।

তিনি আরও বলেন, আবু বক্কর সিদ্দিক ও তার সন্তানদের টাকা দেওয়ার বেশ কয়েকটি প্রমাণ তার কাছে রয়েছে। তারপরেও ওই প্রতারকেরা তাকে টাকা ও কাগজপত্র ফেরত না দেওয়ায় সম্প্রতি তিনি আদালতে মামলা দায়ের করেছেন, তা তদন্তাধীন এবং প্রাণনাশের হুমকি দেওয়ায় থানায় অভিযোগ দায়েরের প্রস্তুতি নিচ্ছেন।  
এমতাবস্থায় তিনি ন্যায় বিচার এবং তার সার্টিফিকেটসহ সব কাগজপত্র ফেরত পেতে সবার সহযোগিতা কামনা করেছেন। 

আরও পড়ুন

 

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোপালগঞ্জে হামলার প্রতিবাদে বগুড়ায় এনসিপির বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

লামায় বন্ধ থাকা সব পর্যটনকেন্দ্র পর্যটকদের জন্য উন্মুক্ত

চাকরি দেওয়ার নামে প্রতিবন্ধী যুবকের কাছ থেকে সাড়ে ১০ লাখ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ

পিরোজপুরে প্রতিপক্ষের হামলায় ছাত্রদলকর্মী নিহত

‘জুলাই সনদ তৈরির প্রক্রিয়া হতে হবে স্বচ্ছ ও মানুষের কাছে দৃশ্যমান’

জামালপুরে অপহরণের পর স্কুলছাত্রীকে ধর্ষণ, যুবকের যাবজ্জীবন