ভিডিও শুক্রবার, ১৮ জুলাই ২০২৫

বিশ্বে বায়ুদূষণের তালিকায় সপ্তম অবস্থানে ঢাকা

সংগৃহিত, বিশ্বে বায়ুদূষণের তালিকায় শহরটি সপ্তম অবস্থানে

রাজধানী ও এর আশপাশে টানা কয়েকদিনের বৃষ্টিতে ঢাকার বায়ুদূষণ কিছু্টা কমেছিল। তারপরও শুক্রবার ছুটির দিনে ঢাকার বাতাস অস্বাস্থ্যকর।

শুক্রবার (১৮ জুলাই) বিশ্বে বায়ুদূষণের তালিকায় শহরটি সপ্তম অবস্থানে রয়েছে। সকাল ৯টার দিকে ঢাকার একিউআই স্কোর ছিল ১২৩। সংবেদনশীল গোষ্ঠীর জন্য আজ ঢাকার বাতাসের মান অস্বাস্থ্যকর। 


সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান নির্ধারণ সংস্থা আইকিউএয়ার এ তথ্য জানিয়েছে।

শুক্রবারের তালিকায় সবচেয়ে দূষিত শহর হিসেবে উঠে এসেছে কঙ্গোর রাজধানী কিনশাসা। যার একিউআই স্কোর সর্বোচ্চ রেকর্ড ১৭৪। এরপর যথাক্রমে ১৬৭, ১৫৯ ও ১৫৫ স্কোর নিয়ে দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ স্থানে রয়েছে ইন্দোনেশিয়ার জাকার্তা, পাকিস্তানের লাহোর, ও বাহরাইনের মানামা।

তালিকায় পরবর্তী দুটি স্থানে আছে-উগান্ডার কাম্পালা ও ব্রাজিলে সাওপালো। যাদের স্কোর যথাক্রমে ১২৪ ও ১২৩।

আরও পড়ুন

ঢাকা দীর্ঘদিন ধরেই বায়ুদূষণজনিত সমস্যায় ভুগছে। শীতকালে এখানকার বায়ুমান সাধারণত সবচেয়ে খারাপ থাকে, আর বর্ষাকালে তুলনামূলকভাবে উন্নত হয়।

একিউআই স্কোর শূন্য থেকে ৫০ ভালো হিসেবে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ মাঝারি হিসেবে গণ্য করা হয়, আর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। স্কোর ১৫১ থেকে ২০০ হলে তাকে ‘অস্বাস্থ্যকর’ বায়ু বলে মনে করা হয়।
 
২০১ থেকে ৩০০-এর মধ্যে থাকা একিউআই স্কোরকে ‘খুব অস্বাস্থ্যকর’ বলা হয়। এ অবস্থায় শিশু, প্রবীণ এবং অসুস্থ রোগীদের বাড়ির ভেতরে এবং অন্যদের বাড়ির বাইরের কার্যক্রম সীমাবদ্ধ রাখার পরামর্শ দেয়া হয়ে থাকে। এ ছাড়া ৩০১ থেকে ৪০০-এর মধ্যে থাকা একিউআই ‘ঝুঁকিপূর্ণ’ বলে বিবেচিত হয়, যা নগরের বাসিন্দাদের জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) জানিয়েছে, বায়ুদূষণের কারণে প্রতিবছর বিশ্বে আনুমানিক ৭০ লাখ মানুষের মৃত্যু হয়। এসব মৃত্যুর প্রধান কারণ হলো স্ট্রোক, হৃদরোগ, দীর্ঘস্থায়ী শ্বাসকষ্ট (সিওপিডি), ফুসফুসের ক্যানসার ও শ্বাসযন্ত্রের তীব্র সংক্রমণ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৪৮তম বিশেষ বিসিএস পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে, ফল ২১ জুলাই

গোপালগঞ্জের ঘটনাকে কেন্দ্র করে এক সেনা সদস্যকে নিয়ে অপপ্রচার শনাক্ত : ফ্যাক্টওয়াচ

সরকারে বড় রদবদল, নতুন প্রধানমন্ত্রী পেল ইউক্রেন

ইসরায়েল রক্তপিপাসু সন্ত্রাসী রাষ্ট্র, সিরিয়ার অখণ্ডতা রক্ষায় আমরা দৃঢ় প্রতিজ্ঞ : তাইয়্যিপ এরদোয়ান

দিল্লির ২০টির বেশি স্কুলে বোমা হামলার হুমকি

গোপালগঞ্জে পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাঙচুরের ঘটনায় মামলা, আসামি ৪৭৫ জন