নারায়ণগঞ্জের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ৪ শ্রমিক দগ্ধ

নিউজ ডেস্ক: নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার দুপ্তারা ইউনিয়নের খানপাড়া এলাকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ৪ জন দগ্ধ হয়েছেন। তাদের উদ্ধার করে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়েছে।
বৃহস্পতিবার (২২ মে) এ ঘটনা ঘটে। দগ্ধরা ওই এলাকার একটি ভাড়া বাসায় থাকতেন এবং স্থানীয় মিথিলা টেক্সটাইল নামের একটি কারখানায় শ্রমিক হিসেবে কাজ করতেন।
দগ্ধ ৪ জন হলেন- কামরুল হাওলাদার (৩০), আতিক (২৫) সোহাগ (৩২) ও আফ্রিদি (২৪)। আড়াইহাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার নাসির বিষয়টি নিশ্চিত করেছেন।
আরও পড়ুনতিনি বলেন, ‘‘সিলিন্ডার লিকেজ হয়ে কক্ষে গ্যাস জমে ছিল। সকালে চুলা জ্বালাতেই বিস্ফোরণ ঘটে। এতে ৪ জন দগ্ধ হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠান।’’
জাতীয় বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান বলেন, ‘‘চার জনের মধ্যে কামরুল হাওলাদারের শরীরের ৩.৫০ শতাংশ, আতিকের ৫ শতাংশ, সোহাগের ১.৫০ শতাংশ এবং আফ্রিদির ৮ শতাংশ দগ্ধ হয়েছে। তবে, তারা সবাই শঙ্কামুক্ত।’’
মন্তব্য করুন