মোস্তাফিজদের বিদায় করে প্লে-অফে মুম্বাই

স্পোর্টস ডেস্ক : চতুর্থ এবং শেষ দল হিসেবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) প্লে-অফের টিকিট কেটেছে মুম্বাই ইন্ডিয়ান্স। মোস্তাফিজুর রহমানদের দিল্লি ক্যাপিটালসকে ৫৯ রানে হারিয়ে প্লে-অফে গুজরাট টাইটান্স, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এবং পাঞ্জাব কিংসের সঙ্গী হয়েছে তারা। অন্যদিকে এই হারে এক ম্যাচ বাকি থাকতেই টুর্নামেন্ট থেকে ছিটকে গেছে দিল্লি।
ঘরের মাঠ ওয়াংখেড়েতে টস হেরে ব্যাটিংয়ে নেমে ৫ উইকেটে ১৮০ রান স্কোরবোর্ডে জমা করে তারা। ৪৩ বলে ৭৩ রানের বিধ্বংসী এক ইনিংস খেলে অপরাজিত থাকেন সূর্যকুমার যাদব। তবে ১৮১ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ১২১ রানেই গুটিয়ে গেছে দিল্লি। দিল্লির টপ অর্ডার পুরোপুরি মুখে থুবড়ে পড়েছে। রাহুল (১১), ফাফ ডু প্লেসি (৬), অভিষেক পোড়েলরা (৬) হালে পানি পাননি। সামির রিজভীর দলীয় সর্বোচ্চ ৩৯ রানের ইনিংস শুধু হারের ব্যবধান-ই কমিয়েছে।এর আগে মুম্বাইয়ের ব্যাটিংয়ের সময় সবার চোখ ছিল ‘ঘরের ছেলে’ রোহিত শর্মার দিকে। টেস্ট থেকে অবসর ঘোষণার পর এদিন প্রথমবার খেলতে নেমেছিলেন হিটম্যান। তবে এদিন ব্যাট হাতে জ্বলে উঠতে পারেননি রোহিত। মোস্তাফিজের বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ৫ বলে মাত্র ৫ রান করে আউট হন তিনি। মুম্বাইয়ের মন্থর পিচে এদিন দলকে টানেন সূর্যকুমার যাদব। সাত ওভারের মধ্যে ৫৮ রানে তিন উইকেট খুইয়ে বেশ বিপাকে পড়ে গিয়েছিল মুম্বাই। সেখান থেকে ইনিংস গড়েন সূর্য। ৪৩ বলে ৭৩ রানের ইনিংস আসে তার ব্যাট থেকে। সঙ্গত করেন তিলক বর্মা (২৭) এবং নমন ধীর (২৪)।
আরও পড়ুননির্ধারিত ২০ ওভার শেষে সূর্যের ঝোড়ো ইনিংসে ভর করে ১৮০ তে পৌঁছে যায় মুম্বাই। এদিন অসুস্থতার জন্য খেলতে পারেননি দিল্লি অধিনায়ক অক্ষর প্যাটেল। মন্থর পিচে তার মতো বোলারের অভাব যথেষ্ট ভোগায় দিল্লিকে। মোস্তাফিজ এদিন ৪ ওভার বল করে ৩০ রান খরচায় ১ উইকেট শিকার করেন।
মন্তব্য করুন