ভিডিও বৃহস্পতিবার, ২২ মে ২০২৫

পিএসএল খেলতে সাকিব-মিরাজের সঙ্গে যোগ দিচ্ছেন রিশাদ

পিএসএল খেলতে সাকিব-মিরাজের সঙ্গে যোগ দিচ্ছেন রিশাদ, ছবি: সংগৃহীত।

স্পোর্টস ডেস্ক : আরব আমিরাতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ শেষ করে আবারও পাকিস্তানে পিএসএল খেলতে গেছেন বাংলাদেশি লেগ স্পিনার রিশাদ হোসেন। এই তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে নিশ্চিত করেছে তার ফ্র্যাঞ্চাইজি লাহোর কালান্দার্স।লাহোরের প্রকাশিত একটি ভিডিওতে রিশাদ হোসেন বলেন, ‘আসসালামুআলাইকুম সবাইকে। আমি লাহোর কালান্দার্স পরিবারে ফিরে এসেছি। মাঠে দেখা হবে, ইনশাআল্লাহ আমরা একসঙ্গে শিরোপা জিতব।’

পিএসএলের এবারের আসরে চতুর্থ দল হিসেবে প্লে-অফে জায়গা করে নিয়েছে লাহোর কালান্দার্স। আজ (২২ মে) বাংলাদেশ সময় রাত ৯টায় করাচি কিংসের বিরুদ্ধে এলিমিনেটর ম্যাচে মাঠে নামবে লাহোর। ওই ম্যাচে জয় পেলে তারা উঠবে দ্বিতীয় কোয়ালিফায়ারে। সেখানে তাদের খেলতে হবে প্রথম কোয়ালিফায়ারে হেরে যাওয়া ইসলামাবাদ ইউনাইটেডের সঙ্গে। দ্বিতীয় কোয়ালিফায়ার হবে ২৩ মে, লাহোরে। পরবর্তীতে ২৫ অনুষ্ঠিত হবে স্থগিত হওয়া পিএসএলের ফাইনাল।

আরও পড়ুন

এখন পর্যন্ত খেলা ৫ ম্যাচে ৯ উইকেট নেন রিশাদ। করাচির বিপক্ষে দুই ম্যাচে তার শিকার ৪ উইকেট। এর মধ্যে প্রথম ম্যাচটিতে ৪ ওভারে ২৬ রানে নেওয়া ৩ উইকেট টুর্নামেন্টে তার সেরা বোলিং। রিশাদের সঙ্গে এই দলে রয়েছেন সাকিব আল হাসান ও মেহেদী হাসান মিরাজ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নির্বাচনের রোডম্যাপ না দিলে সরকারের প্রতি সহযোগিতা অব্যাহত রাখা কঠিন হবে 

৩১ মে ঢাকায় আসছেন চীনা বাণিজ্যমন্ত্রী

গোপালগঞ্জ কারাগারে এক হাজতির মৃত্যু

কুলাউড়া সীমান্ত দিয়ে নারী-শিশুসহ ৭ জনকে পুশইন বিএসএফের

খাগড়াছড়ি সীমান্ত দিয়ে ৫ জনকে বিএসএফ এর পুশ ইন

কটিয়াদীতে ১৯ মামলার আসামী মিজান ইয়াবাসহ গ্রেফতার