বগুড়ার আদমদীঘিতে বিএনপি অফিসে হামলা মামলায় বাবা-ছেলে গ্রেফতার

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার আদমদীঘি উপজেলার কয়াকুঞ্চি গ্রামে বিএনপির অফিস ভাঙচুর ও ককটেল বিস্ফোরণ মামলায় বাবা ও ছেলেকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল শনিবার রাতে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো, আদমদীঘি উপজেলার চাঁপাপুর ইউপির কাঞ্চনপুর গ্রামের মৃত জয়েন উদ্দিনের ছেলে শামীম প্রামানিক (৪২) ও তার ছেলে তারেক প্রামানিক (২১)।
বিগত ২০২৪ সালের ২৫ ডিসেম্বর দিবাগত রাতে আদমদীঘি উপজেলার চাঁপাপুর ইউপির কয়াকুঞ্চি গ্রামস্থ বিএনপির অফিসে হামলা চালিয়ে শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ছবি ভাঙচুর ও পদদলীত করে একাধিক ককটেল বিস্ফোরণ ঘটানোর ঘটনায় গত ২৬ ডিসেম্বর মামলা দায়ের করা হয়।
আরও পড়ুনএ মামলার আসামি হিসাবে শামীম প্রামানিক ও তার ছেলে তারেক প্রামানিককে গ্রেফতার করা হয়। আদমদীঘি থানার অফিসার ইনচার্জ এসএম মোস্তাফিজুর রহমান জানান, আজ রোববার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে গ্রেফতারকৃত বাবা ও ছেলেকে আদালতে প্রেরণ করা হয়েছে।
মন্তব্য করুন