ভিডিও বৃহস্পতিবার, ২২ মে ২০২৫

লালমনিরহাট সীমান্ত দিয়ে ২০ জনকে পুশইন

লালমনিরহাট সীমান্ত দিয়ে ২০ জনকে পুশইন, ছবি: সংগৃহীত।

মফস্বল ডেস্ক : লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার দুটি সীমান্ত দিয়ে ২০ জনকে বাংলাদেশে পুশইন ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। এর মধ্যে ১১ জন নারী, সাতজন শিশু শিশু রয়েছে এবং দুজন পুরুষ রয়েছেন। বুধবার (২১ মে) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে রহমতপুর গাটিয়ার ভিটা সীমান্ত এবং শ্রীরামপুর সীমান্ত দিয়ে এদের পুশইন করা হয়। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন পাটগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান।

স্থানীয় সূত্রে জানা গেছে, গাটিয়ারভিটা সীমান্ত দিয়ে পুশইন হয়ে দেশে ঢোকার পর তারা হেঁটে পাটগ্রামের দিকে যেতে শুরু করেন। তবে স্থানীয় নতুন বাজারে পৌঁছালে বাজারের লোকজনের সন্দেহ হলে তাদের আটকে পর জিজ্ঞাসাবাদ করলে ভারত থেকে পাঠানো হয়েছে বলে তারা স্বীকার করেন। পরে বিজিবিকে খবর দেন স্থানীয়রা। বিজিবি তাদের নিয়ে যায়।

আরও পড়ুন

পাটগ্রাম থানার ওসি মিজানুর রহমান বলেন, সীমান্ত দিয়ে ১১ নারী, সাত শিশু ও দুইজন পুরুষকে ঠেলে দেওয়া হয়েছে। বর্তমানে তারা পাটগ্রাম থানা হেফাজতে রয়েছে। তাদের পরিচয় যাচাই-বাছাই করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোপালগঞ্জ কারাগারে এক হাজতির মৃত্যু

কুলাউড়া সীমান্ত দিয়ে নারী-শিশুসহ ৭ জনকে পুশইন বিএসএফের

খাগড়াছড়ি সীমান্ত দিয়ে ৫ জনকে বিএসএফ এর পুশ ইন

কটিয়াদীতে ১৯ মামলার আসামী মিজান ইয়াবাসহ গ্রেফতার

কুষ্টিয়ায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ৬ কর্মীকে আটক

যারা জুলাই অভ্যুত্থানে ঐক্যবদ্ধ ছিলেন, তাদের সামনে দীর্ঘ পরীক্ষা: মাহফুজ আলম