ভিডিও বৃহস্পতিবার, ২২ মে ২০২৫

আয়তনে বড় হলেও বরাদ্দ বাড়েনি বগুড়া পৌরসভার

ঈদের আগে বগুড়ার ১২ পৌরসভার সাড়ে ৩৮ হাজার সুবিধাভোগী ভিজিএফ’র চাল পাবেন

ঈদের আগে বগুড়ার ১২ পৌরসভার সাড়ে ৩৮ হাজার সুবিধাভোগী ভিজিএফ’র চাল পাবেন। প্রতীকী ছবি

স্টাফ রিপোর্টার : বগুড়া পৌরসভাসহ জেলার ১২টি পৌরসভার সাড়ে ৩৮ হাজারের বেশি উপকারভোগীর মাঝে পবিত্র ঈদ উল আযহা উপলক্ষ্যে ভিজিএফ কর্মসূচির আওতায় ৩৮৫ মেট্রিকটনের বেশি চাল বিতরণ করা হবে। ‘ক’ শ্রেণির পাঁচটি পৌরসভার জন্য প্রতিটিতে ৪৬ মেট্রিকটন ২১০ কেজি করে, তিনিটি ‘খ’ শ্রেণির পৌরসভার জন্য প্রতিটিতে ৩০ মেট্রিকটন ৮১০ কেজি এবং ‘গ’ শ্রেণির চারটি পৌরসভায় জন্য ১৫ মেট্রিকটন ৪শ’ কেজি করে বরাদ্দ দেওয়া হয়েছে।

বগুড়া জেলা ত্রাণ ও পুনর্বাসন কার্যালয় সূত্রে জানা গেছে, জেলার ১২টি পৌরসভার মধ্যে বগুড়া, শেরপুর, নন্দীগ্রাম, সান্তাহার, দুপচাঁচিয়া  পৌরসভার ‘ক’ শ্রেণিভুক্ত হওয়ায় এই পৌরসভাগুলোতে চার হাজার ৬২১ জন সুবিধাভোগীর বিপরীতে ৪৬ মেট্রিকটন ২১০ কেজি করে চাল বরাদ্দ দেওয়া হয়েছে।

‘খ’ শ্রেণিভুক্ত ধুনট, সোনাতলা ও গাবতলী পৌরসভার জন্য প্রতিটিতে ৩০ মেট্রিকটন ৮১০ কেজি করে এবং ‘গ’ শ্রেণিভুক্ত সারিয়াকান্দি, শিবগঞ্জ, কাহালু এবং তালোড়া পৌরসভার জন্য ১৫ মেট্রিকটন ৮০ কেজি করে চাল বরাদ্দ করা হয়েছে।  সুবিধাভোগীরা ১০ কেজি করে চাল পাবেন।

এদিকে জনসংখ্যা ও আয়তন অনুযায়ী বরাদ্দ না পাওয়ায় এবারও বগুড়ার কয়েক হাজার সুবিধাবঞ্চিত মানুষ এই সুবিধা থেকে বঞ্চিত হবেন। বগুড়ার পাঁচটি ‘ক’ শ্রেণির পৌরসভার মধ্যে আয়তন ও জনসংখ্যা সবচেয়ে বেশি বগুড়া পৌরসভার। এই পৌরসভার আয়তন প্রায় ৭০ বর্গকিলোমিটার, পক্ষান্তরে শেরপুরের আয়তন ১০ দশমিক ৩৯৫ বর্গকিলোমিটার, নন্দীগ্রাম পৌরসভার আয়তন ১২ দশমিক ০৩ বর্গ কিলোমিটার, সান্তাহার পৌরসভার আয়তন ১০ দশমিক ৫৪০ বর্গকিলোমিটার এবং দুপচাঁচিয়া পৌরসভার আয়তন ১০ দশমিক ৯৩ বর্গকিলোমিটার।

আরও পড়ুন

আয়তনের দিক থেকে অন্য চারটি ‘ক’ শ্রেণির পৌরসভা থেকে বগুড়া পৌরসভা পাঁচ থেকে ছয় গুণ বড় হলেও বরাদ্দ পাওয়ার ক্ষেত্রে সমান বরাদ্দ দেওয়া হয়। ফলে বরাবর বগুড়া পৌরসভার সুবিধা বঞ্চিত মানুষগুলো বরাবরই বঞ্চিত থেকে যাচ্ছেন।

বগুড়া পৌরসভার নির্বাহী কর্মকর্তা মো. শাহজাহান আলম জানান, আয়তন ও জনসংখ্যার দিক থেকে বগুড়া অনেক বড় হলেও বরাদ্দ পাচ্ছে ‘ক’ শ্রেণির অন্য পৌরসভার মতই। তাই কিছু করার ইচ্ছা থাকলেও করতে পারছেন না তারা।

এদিকে বগুড়া পৌরসভার ভিজিএফ কমিটির এক সভা গতকাল পৌরসভার সভা কক্ষে অনুষ্ঠিত হয়। সভায় বগুড়া পৌরসভার অনুকূলে বরাদ্দকৃত ৪৬ মেট্রিকটন ২১০ কেজি চাল খাদ্য শস্য হিসেবে দুঃস্থ ও অসহায় মানুষের মাঝে বিনামূলে বিতরণের তালিকা প্রস্তুতকরণ প্রসঙ্গে আলোচনা করা হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন হওয়া উচিত:সেনাপ্রধান

চামড়া সংরক্ষণে মসজিদ-মাদ্রাসায় ৩০ হাজার টন লবণ ফ্রিতে দেবে সরকার

দিনাজপুরের নবাবগঞ্জে মা-মেয়েকে রাস্তায় ফেলে দিয়ে চলে গেল ট্রাক

ঈদের আগে বগুড়ার ১২ পৌরসভার সাড়ে ৩৮ হাজার সুবিধাভোগী ভিজিএফ’র চাল পাবেন

বগুড়ার সারিয়াকান্দির যমুনা নদী থেকে চায়না দুয়ারি জাল জব্দ ও ধ্বংস

বগুড়ার ধুনটে সরকারি জায়গা থেকে ভূমিহীনদের উচ্ছেদের অভিযোগ