ভিডিও শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫

সিরাজগঞ্জে দুই গ্রামবাসীর সংঘর্ষে নিহত ১ 

সিরাজগঞ্জে দুই গ্রামবাসীর সংঘর্ষে নিহত ১ , ছবি: সংগৃহীত।

মফস্বল ডেস্ক : সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে এক কৃষক নিহত হয়েছেন। আজ মঙ্গলবার (২০ মে) সকালে রূপবাটি ইউনিয়নের কুলিয়ারচর ও বাগধোনাইল গ্রামে এ ঘটনা ঘটে। সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন। নিহত কৃষকের নাম নজরুল ইসলাম (৪৫)। তিনি রূপবাটি ইউনিয়নের বাগধোনাইল গ্রামের বাসিন্দা ছিলেন।

জানা যায়, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গতকাল ১৯ মে থেকেই কুলিয়ারচর ও বাগধোনাইল গ্রামের লোকজনের মধ্যে কথা কাটাকাটির জেরে সংঘর্ষ ঘটে। এক পর্যায়ে উভয়পক্ষ লাঠিসোঁটা নিয়ে একে অপরের ওপর হামলা চালায়। এতে নজরুল ইসলাম মারাত্মক আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথেই তিনি মারা যান। এ ঘটনায় আরও অন্তত ১০ জন আহত হয়েছেন বলে জানা গেছে। তবে তাৎক্ষণিকভাবে আহতদের নাম-পরিচয় জানা যায়নি।

আরও পড়ুন

শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম উদ্দিন বলেন, দুই গ্রামের লোকদের মধ্যে সংঘর্ষ সকাল বেলা থেকে চলছে। আমরা খবর পেয়েই এখানে এসেছি। আমরা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডাকসু নির্বাচন: ১৫ অভিযোগের জবাব দিয়েছে কমিশন, তদন্তে মূল ফোকাস ব্যালট পেপার ইস্যু

জয়ের জন্য বাংলাদেশ পেলো ১৩৬ রানের লক্ষ্য

বাংলাদেশের সঙ্গে উল্লেখযোগ্য হারে বাণিজ্য বাড়াতে চায় পাকিস্তান

জাতিসংঘে বিশাল বহর নিয়ে গিয়ে পতিত সরকারের চর্চা করল অন্তর্বর্তী সরকার: টিআইবি

বছরের সেরা প্রতিষ্ঠানের সম্মাননা পেলো ওয়ালটন 

পূজার ছুটিতে চলবে ৪ জোড়া বিশেষ ট্রেন