ভিডিও সোমবার, ১৯ মে ২০২৫

দিনাজপুরে ট্রাক-মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষে ৪ জন নিহত

দিনাজপুরে ট্রাক-মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষে ৪ জন নিহত

বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের বীরগঞ্জে ট্রাক ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে চালকসহ ৪ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৩ জন। আজ সোমবার (১৯ মে) সকাল সাড়ে ৬ টার দিকে বীরগঞ্জের ঢাকা-পঞ্চগড় মহাসড়কের ২৬ মাইল বাবলু ফার্ম এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

এতে ঘটনাস্থলেই ২ জন, হাসপাতাল নেওয়ার পথে ১জন ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও ১ জন মারা যায়। গুরুতর আহত ৩ জন ঠাকুরগাঁও ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
নিহতরা হলেন- ঠাকুরগাঁও অ্যাকাউন্টস অ্যান্ড ফিন্যান্স অফিসের অডিটর জুলফিকার আলী (৪৬), সহকারী অডিটর ইমরুল হোসেন (৪৫), দেলোয়ার হোসেন (৫০) এবং গাড়িচালক আরিফুল ইসলাম মানিক(৩২)।

আহতরা হলেন- ঠাকুরগাঁও পৌর শহরের গোবিন্দনগর মুন্সিহাট এলাকার মিজানুর রহমান সরকার(৫০), আল মামুন(৪০) ও দিনাজপুর জেলার বিরামপুর ধানঘড়া এলাকার মোহাম্মদ ইদ্রিস আলীর ছেলে নাহিদ হোসেন (৩২)।

প্রত্যক্ষদর্শীরা জানায়, বাবলু ফার্ম এলাকায় একটি নোয়া মাইক্রোবাস পৌঁছালে বিপরীত থেকে ছুটে আসা একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপালে ভর্তি পাঠায়।

আরও পড়ুন

বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল গফুর বিষয়টি নিশ্চিত করে বলেন,ঘটনাস্থলে পুলিশ ও ফায়ার সার্ভিসের লোকজন উপস্থিত হয়ে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। মহাসড়কে যান চলাচল স্বাভাবিক আছে।

হাইওয়ে পুলিশ রংপুর রিজিয়নের পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, সকাল ৬টা থেকে সাড়ে ৬টার মধ্যে একটি মাইক্রোবাস ও মালবাহী সিমেন্ট বোঝাই ১০ চাকার ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে এই হতাহতের ঘটনা ঘটে। এ বিষয়ে দুর্ঘটনা আইনে একটি মামলা হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গাইবান্ধার পলাশবাড়ী পৌর এলাকা সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা

বগুড়ায় ভুট্টা চাষে নীরব বিপ্লব, প্রথমবার উৎপাদন ছাড়াবে ৫শ’ কোটি টাকা

নওগাঁর ধামইরহাটে লাম্পি ভাইরাসে আক্রান্ত গবাদিপশু, আতঙ্কিত কৃষক ও খামারিরা

দুর্ভোগে নাকাল কুড়িগ্রামের উলিপুর পৌরবাসী

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে কালবৈশাখী ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি

পাবনার বেড়ার কাজিরহাট উচ্চ বিদ্যালয়ের ৪১ শিক্ষার্থী হঠাৎ অসুস্থ