ভিডিও সোমবার, ০৭ জুলাই ২০২৫

বাড়ি নিয়ে আইনি জটিলতায় মিঠুন চক্রবর্তী

অভিনেতা মিঠুন চক্রবর্তী

বিনোদন ডেস্ক : মুম্বাইয়ের মালাড এলাকায় মিউনিসিপ্যাল কর্পোরেশনের অনুমতি ছাড়াই ভবন নির্মাণের অভিযোগ উঠেছে পশ্চিমবঙ্গের বর্ষীয়ান অভিনেতা মিঠুন চক্রবর্তীর বিরুদ্ধে।

এরইমধ্যে তাকে শোকজ নোটিশ পাঠিয়েছে বৃহন্মুম্বাই পৌরনিগম। উপযুক্ত জবাব না দিলে আইনিভাবে ভেঙ্গে ফেলা হতে পারে অভিনেতার বাড়ি। ভারতীয় গণমাধ্যম আনন্দবাজারের খবরে বলা হয়েছে, গত কয়েক বছরে মুম্বাইয়ের মালাড এলাকায় প্রায় ১৩০টি অবৈধ নির্মাণ গড়ে উঠেছে। এর মধ্যে রয়েছে বেশ কয়েকটি বাংলো। সেই তালিকায় নাম জড়িয়েছেন মিঠুনের। সে কারণে অভিনেতাকে শোকজ নোটিশ পাঠানো হয়েছে।

১৮৮৮ সালের বৃহন্মুম্বাই মিউনিসিপাল কর্পোরেশন আইন অনুযায়ী ৩৩৭, ৩৪২, ৩৪৭ ধারায় মামলা হতে পারে মিঠুনের বিরুদ্ধে। কেন ওই নির্মাণ একেবারে ভেঙ্গে ফেলা বা পুনর্সংস্কার করা হবে না আইন মোতাবেক তার ব্যাখ্যা চাওয়া হয়েছে মিঠুনের কাছে। সপ্তাহখানেকের মধ্যে জবাব দিতে হবে অভিনেতাকে।

আরও পড়ুন

পৌরনিগমের নোটিশ প্রসঙ্গে অভিনেতা বলেন, ‘কোনও বেআইনি নির্মাণ হয়নি। অনেকে এই নোটিশ পেয়েছেন। জবাব নিশ্চয়ই দেওয়া হবে।’

এর আগেও আইনি জটিলতায় জড়ান মিঠুন চক্রবর্তী। গত বছর বাংলায় অমিত শাহের উপস্থিতিতে তৃণমূলকে বিঁধতে গিয়ে তিনি উসকানিমূলক মন্তব্য করে বসেন বলেই অভিযোগ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমরা নির্বাচন চাই সংস্কার ও জুলাই ঘোষণাপত্রসহ-রাজশাহীতে হাসনাত আবদুল্লাহ

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত ৩১৭

বিএনপিকে ‘সংস্কারবিরোধী’ বলে পরিকল্পিতভাবে অপপ্রচার চালাচ্ছে: মির্জা ফখরুল

ইসলামিক এনজিওগুলোকে সামাজিক ব্যবসায় এগিয়ে আসার আহ্বান প্রধান উপদেষ্টার

কোনো দেশে প্রধানমন্ত্রীর মেয়াদ নির্ধারিত থাকার নজির নেই: সালাহউদ্দিন

হারুন-বিল্পবের বিরুদ্ধে মামলা করেছি তাদেরকে দ্রুত গ্রেপ্তার করুন