ভিডিও রবিবার, ১৮ মে ২০২৫

চাঁপাইনবাবগঞ্জে দুটি ঝুলন্ত মরদেহ উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জে দুটি ঝুলন্ত মরদেহ উদ্ধার। প্রতীকী ছবি

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা থেকে নূর ইসলাম (২৮) নামে এক রেস্টরেন্ট শ্রমিক এবং জেলা শহর থেকে সজীব হাসান জয় (২৬) নামে বেসরকারি এক হাসপাতালের এক ওয়ার্ড বয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

নূর ইসলাম সদর উপজেলার বালিয়াডাঙ্গা ইউনিয়নের ৯নং ওয়ার্ডের মৃত রফিকুল ইসলামের ছেলে এবং জয় জেলার নাচোল উপজেলার খেসবা চন্দ্রাইল গ্রামের জাকির হোসেনের ছেলে। গত শুক্রবার রাতে এবং সন্ধ্যায় মরদেহ দুটি উদ্ধার হয়। গত শুক্রবার রাত ১০টার দিকে সদর উপজেলার বালিয়াডাঙ্গা ইউনিয়নের ৯নং ওয়ার্ডের গহিলবাড়ি গ্রামে নিজ বাড়ির একটি কক্ষ থেকে নূর ইসলামের তীরের সাথে গলায় ওড়নার ফাঁস দেওয়া মরদেহ উদ্ধার করা হয়।

তিনি ওই গ্রামের মৃত রফিকুল ইসলামের ছেলে। এসময় তিনি বাড়িতে একা ছিলেন। স্থানীয়রা ,পরিবার ও পুলিশ জানায়, সন্ধ্যা ৭টার দিকে জানালা দিয়ে মরদেহ ঝুলতে দেখে পুলিশে খবর দেওয়া হয়। নূর ইসলাম বিভিন্ন এনজিও’র কাছ থেকে ঋণগ্রস্ত ছিলেন। ধারণা করা হচ্ছে, ঋণ পরিশোধের চাপে তিনি আত্মহত্যা করে থাকতে পারেন।

এর আগে গত শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে জেলা শহরের হাসপাতাল সড়কের মমতা হাসপাতালের ৫ম তলার একটি কক্ষের দরজা ভেঙে ওই হাসপাতালের ওয়ার্ড বয় জয়ের ফ্যানের সাথে ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। পরিবার, হাসপাতাল, ক্লিনিক এবং পুলিশ সূত্র জানায়, তিনি পাঁচ বছরযাবৎ ওই ক্লিনিকে কর্মরত ছিলেন। সন্ধ্যা সাড়ে ৬টার দিকে হাসপাতাল কর্তৃপক্ষ ঘটনাটি টের পেয়ে পুলিশে খবর দেয়।

আরও পড়ুন

জয়ের বাবা বলেন, জয় রাজশাহীর গোদাগাড়ী উপজেলার মহিষালবাড়ি এলাকায় তার নানার বাড়িতে বড় হয়েছে। সে সদর উপজেলার বারঘরিয়া এলাকায় মেসে থেকে ক্লিনিকে কাজ করত। তবে জয়ের  মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত কিছু জানাতে পারেনি কেউ।

সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মতিউর রহমান বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ওই দুই যুবক আত্মহত্যা করেছেন। পুলিশ মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতাল মর্গে পাঠিয়েছে। ময়নাতদন্ত প্রতিবদেন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। দুটি ঘটনায় থানায় দুটি পৃথক অপমৃত্যু মামলা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাঁদপুর ম্যানহোলে জমা গ্যাস বিস্ফোরণে মা-ছেলেসহ আহত ৩

বন্ধ হচ্ছে বাংলাদেশ বিমানের ঢাকা-নারিতা রুট

 আড়িয়াল খাঁ নদে পিকনিকের ট্রলারডুবি, চালকের লাশ উদ্ধার

কুষ্টিয়া সীমান্তে হত্যা মামলায় সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

মিরপুরে ১৩ নম্বর বস্তিতে আগুন

দেশে মোট বেকার ২৬ লাখ ১০ হাজার: বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো