ইউক্রেন যুদ্ধ বন্ধে পুতিনকে ফোন করবেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইউক্রেনে রক্তপাত বন্ধের বিষয়ে কথা বলতে সোমবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে টেলিফোনে কথা বলবেন। এরপর তিনি ইউক্রেনের নেতা ভ্লাদিমির জেলেনস্কি এবং ন্যাটো জোটের নেতাদের সঙ্গেও কথা বলবেন।
শনিবার সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে মার্কিন প্রেসিডেন্ট বলেন, ফোনালাপটি স্থানীয় সময় ১০টায় অনুষ্ঠিত হবে এবং এরপর তিনি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ও ন্যাটোভুক্ত কয়েকটি দেশের নেতাদের সঙ্গে কথা বলবেন। ট্রাম্প তাদেরকে যুদ্ধ বন্ধের কথা বলবেন। ট্রাম্প বলেন, আশা করি, এটি একটি ফলপ্রসূ দিন হবে। এদিন আলোচনার মাধ্যমে যুদ্ধবিরতি সংঘটিত হবে। তিনি আরও বলেন, একটি অত্যন্ত হিংসাত্মক একটি যুদ্ধ, এটি কখনও শুরু হওয়া উচিত ছিল না। তবে ইউক্রেন-রাশিয়া যুদ্ধ শেষ হবে।
ট্রাম্পের ঘোষণা এমন এক সময় এল যখন রাশিয়া ও ইউক্রেন শুক্রবার ইস্তাম্বুলে আলোচনায় বসেছিল। কিন্তু সেই আলোচনা থেকে কোনো ফল আসেনি। যদিও তারা বন্দী বিনিময়ে সম্মত হয়েছে। ট্রাম্প প্রস্তাব দিয়েছিলেন, যদি পুতিন উপস্থিত থাকেন তবে তিনি ওই বৈঠকে অংশ নেবেন। তবে রাশিয়ার প্রেসিডেন্ট সেখানে যেতে চাননি। এর আগে ট্রাম্প বলেছিলেন, যুদ্ধ বন্ধে তখন অগ্রগতি হবে, যখন পুতিন মুখোমুখি আলোচনায় বসেন।
আরও পড়ুনক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ রুশ বার্তা সংস্থাগুলোকে নিশ্চিত করেছেন, সোমবার পুতিন ও ট্রাম্পের মধ্যে ফোনালাপের প্রস্তুতি চলছে। এ বিষয়ে দুই নেতার মধ্যে এর আগেও ফোনালাপ হয়েছে। তাস নিউজ এজেন্সিকে পেসকভ বলেন, ‘আলোচনার প্রস্তুতি চলছে।’
ইউরোপীয় নেতারা রাশিয়াকে ৩০ দিনের যুদ্ধবিরতিতে রাজি হওয়ার আহ্বান জানিয়ে আসছেন। যুক্তরাষ্ট্র ও রাশিয়ার নেতারা যুদ্ধবিরতি ও নিজেদের মধ্যে সম্ভাব্য শীর্ষ বৈঠক নিয়ে আলোচনা করবেন বলে আশা করা হচ্ছে। খবর : আল জাজিরা, বিবিসি
মন্তব্য করুন