ভিডিও রবিবার, ০৬ জুলাই ২০২৫

পঞ্চগড়ে ককটেল বিস্ফোরণ মামলায় ইউপি চেয়ারম্যান আটক

পঞ্চগড়ে ককটেল বিস্ফোরণ মামলায় ইউপি চেয়ারম্যান আটক। প্রতীকী ছবি

বোদা (পঞ্চগড়) প্রতিনিধি : পঞ্চগড়ের বোদায় পুলিশ অভিযান চালিয়ে চন্দনবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. নজরুল ইসলামকে (৬০) আটক করেছে। গতকাল শনিবার দুপুরে তার নিজ বাড়ি বোদা উপজেলার চন্দনবাড়ী ইউনিয়নের শিকারপুর গ্রাম থেকে তাকে আটক করা হয়।

পরে তাকে উপজেলার বেংহারী বনগ্রাম ইউনিয়ন পরিষদের গড়েরডাংগা এলাকায় ককটেল বিস্ফোরণের মামলায় গ্রেফতার দেখানো হয়। আটককৃত নজরুল ইসলাম উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও চন্দনবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য হিসেবে দায়িত্ব পালনকালীন অবস্থায় নৌকা প্রতীকে ইউনিয়ন পরিষদ নির্বাচনে অংশগ্রহণ করে চেয়ারম্যান নির্বাচিত হন।

এর আগে, ২০২৪ সালের ৪ নভেম্বর উপজেলার বেংহারী বংহারী বনগ্রাম ইউনিয়ন পরিষদের গড়ের ডাংগা এলাকায় মানিকপীর বেংহারি ফাজিল ডিগ্রি মাদরাসা মাঠে যুবদলের কর্মীসভায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। পরে ইউনিয়ন বিএনপির দপ্তর সম্পাদক ও ছাত্রদল নেতা সোহাগ হোসেন ৮৪ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ২শ’-২৫০ জনকে আসামি করে বোদা থানায় বিস্ফোরকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেন।

আরও পড়ুন

বোদা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আজিম উদ্দীন বোদা উপজেলার চন্দনবাড়ী ইউনিয়নের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি নজরুল ইসলামকে আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, ককটেল বিস্ফোরণের মামলায় তাদের গ্রেফতার দেখিয়ে গতকাল শনিবার বিকেলে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দিনাজপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ৮ জন দগ্ধ

ঠাকুরগাঁওয়ের হরিপুর সীমান্তে বিজিবি-বিএসএফ সৌজন্যমূলক সাক্ষাৎ

বগুড়ার আদমদীঘিতে এতিমদের সম্পত্তি ও বসতবাড়ি দখলের অভিযোগ

পঞ্চগড় ও ঠাকুরগাঁও সীমান্ত দিয়ে আরও ২১ জনকে পুশইন করেছে বিএসএফ

জয়পুরহাটের ক্ষেতলালে সরকারি গাছ কেটে লক্ষাধিক টাকা আত্মসাতের অভিযোগ

খামারি ও গো-খাদ্যের দামের কথা চিন্তা করে দুধের দাম বাড়ানো হবে : উপদেষ্টা ফরিদা আখতার