ভিডিও রবিবার, ১৮ মে ২০২৫

সাভারে চোর সন্দেহে যুবককে গাছে বেঁধে তিন ঘণ্টা নির্যাতন

সাভারে চোর সন্দেহে যুবককে গাছে বেঁধে তিন ঘণ্টা নির্যাতন

নিউজ ডেস্ক:  ঢাকার সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ধরে নিয়ে চোর সন্দেহে অভিজিৎ দে (৩৪) নামে এক যুবককে গাছের সঙ্গে বেঁধে তিন ঘণ্টাব্যাপী নির্মমভাবে নির্যাতন করা হয়েছে। 

শনিবার (১৭ মে) বিকেল ৫টার দিকে  তাকে ধরে নিয়ে যায় কয়েকজন যুবক। পরে রাস্তার পাশের মেহগনি গাছে বেঁধে মারধর করেন তারা।

রাত ৮টার দিকে সাভার মডেল থানা পুলিশ ওই যুবককে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করে। 

পুলিশ জানিয়েছে, অভিজিৎ চট্টগ্রামের রাউজান উপজেলার সুলতানপুর গ্রামের বাসিন্দা। তার বাবা কমল কান্তি দে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি মানসিকভাবে ভারসাম্যহীন।

আরও পড়ুন

প্রত্যক্ষদর্শীরা জানান, হাসপাতালে আশ্রয় নেয়ায় এক রোগীর স্বজন তাকে চোর সন্দেহে মারধর শুরু করেন এবং স্থানীয় যুবকদের হাতে তুলে দেন। এরপর তাকে গাছে বেঁধে মারধরের পাশাপাশি শরীরে সিগারেটের ছ্যাঁকা দেয়া হয় এবং পরনের লুঙ্গিতে আগুন ধরিয়ে দেয়া হয়। ঘটনার বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষ থানা পুলিশকে কিছু জানায়নি বলে অভিযোগ করেছেন সাভার থানার ওসি মো. জুয়েল মিয়া।

ঘটনাস্থল থেকে যুবককে উদ্ধার করেন এসআই চম্পক বড়ুয়া। তিনি বলেন, ‘‘গণমাধ্যমকর্মীদের তথ্যের ভিত্তিতে আমরা ওই যুবককে উদ্ধার করেছি। প্রাথমিকভাবে মনে হচ্ছে, তিনি মানসিক ভারসাম্যহীন। ঘটনার তদন্ত চলছে এবং কয়েকজনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে।’’

হাসপাতালের দায়িত্বরত জরুরি মেডিকেল অফিসার (ইএমও) ডা. আবিদুর রহমান জানান, বিষয়টি সম্পর্কে কেউ তাদের জানায়নি। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার শাজাহানপুর আ‘ লীগের যুগ্ম-সাধারণ সমম্পাদক ইমরান গ্রেফতার

বগুড়ার ধুনটে বিয়ের দাবিতে প্রবাসী প্রেমিকের বাড়িতে গার্মেন্টস কর্মীর অনশন

বগুড়ার সারিয়াকান্দিতে জমি নিয়ে সংঘর্ষে ৫ জন আহত

বগুড়া পৌরসভার প্রকৌশল বিভাগের ভুলের কারণে শহরের সাতমাথা জলবন্দি

নিখোঁজের স্থান থেকে ৫০০ গজ উত্তরে উদ্ধার হলো কিশোরের মরদেহ

সাত কলেজে নতুন প্রশাসক, প্রধান দপ্তর ঢাকা কলেজে