ভিডিও মঙ্গলবার, ১৭ জুন ২০২৫

বরিশালের সাবেক এমপি জেবুন্নেছা গ্রেফতার

বরিশাল-৫ (মহানগর-সদর) আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) জেবুন্নেছা আফরোজ

বরিশাল মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি ও বরিশাল-৫ (মহানগর-সদর) আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) জেবুন্নেছা আফরোজ গ্রেফতার হয়েছেন। শুক্রবার (১৭ মে) ভোরে ঢাকার বাসা থেকে গোয়েন্দা পুলিশ (ডিবি) তাকে গ্রেফতার করে।

আজ শনিবার ডিবির যুগ্ম কমিশনার মোহাম্মদ নাসিরুল ইসলাম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, ‘সাবেক এম‌পি জেবুন্নেছা তাদের হেফাজতে আছেন। শুক্রবার রাতে তাকে গ্রেফতার করা হয়।’

বরিশাল কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মিজানুর রহমান বলেন, ‘জেবুন্নেছা আটক হয়েছেন শুনেছি। তবে আমাদের এখনো জানানো হয়নি।’

আরও পড়ুন

জেবুন্নেছা আফরোজ বরিশাল সিটির সাবেক মেয়র প্রয়াত শওকত হোসেন হিরণের স্ত্রী। ২০১৪ সালে এপ্রিলে সংসদ সদস্য (এমপি) থাকাকালে হিরণ মৃত্যুবরণ করেন। পরে সেই আসনে তার স্ত্রী জেবুন্নেছা উপনির্বাচনে জয়ী হন।

৫ আগস্টের পর বরিশালে দায়ের হওয়া একাধিক মামলায় তাকে আসামি করা হয়। ওই পরিবারের ঘনিষ্ট আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট মঞ্জুরুল ইসলাম জানান, শুক্রবার দিবাগত গভীর রাতে জেবুন্নেছাকে ঢাকার বাসা থেকে গ্রেফতার করা হয়েছে। বর্তমানে তিনি ডিবি হেফাজতে আছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডা. জুবাইদা রহমান-এর জন্মবার্ষিকী উপলক্ষে দুই দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

ঢাকায় ভিসা কার্যক্রম ফের চালু করায় অস্ট্রেলিয়াকে ধন্যবাদ জানালেন প্রধান উপদেষ্টা

বগুড়ার মোকামতলার পানিতে ডুবে ৫ম শ্রেণির ছাত্রের মৃত্যু

ইরানের সক্ষমতা বুঝতে ভুল করেছে ইসরায়েল : বিশ্লেষকদের মত

মডেলের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার, হত্যার দায় স্বীকার প্রেমিকের

পাবনার ভাঙ্গুড়ায় দুর্বৃত্তদের আগুনে নিঃস্ব সাত পরিবার