ভিডিও বুধবার, ০৩ সেপ্টেম্বর ২০২৫

পিকআপ থেকে টিকটক তারকাসহ চারজনের মরদেহ উদ্ধার

পিকআপ থেকে টিকটক তারকাসহ চারজনের মরদেহ উদ্ধার,ছবি: সংগৃহীত।

বিনোদন ডেস্ক : রহস্যজনক মৃত্যু হয়েছে মেক্সিকান টিকটক তারকা ও ইনফ্লুয়েন্সার এসমেরালদো ফেরার গ্যারিবে। গত ২২ আগস্ট দেশটির ওয়াদালাজার সান আন্দ্রেস পাড়ায় একটি মেকানিক দোকানের নিকটবর্তী একটি পিকআপ থেকে প্লাস্টিকের ব্যাগে মোড়ানো মরদেহ উদ্ধার করা হয় তার। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৩২ বছর।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সংবাদমাধ্যম লস অ্যাঞ্জেলেস টাইমসে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, পিকআপের ভেতর থেকে প্লাস্টিকের ব্যাগে মোড়ানো চারটি মরদেহ উদ্ধার করা হয়। জালিস্কোর অ্যাটর্নি জেনারেলের কার্যালয় জানিয়েছে, মরদেহগুলোর একটি টিকটক তারকা এসমেরালদোর, একটি তার ৩৬ বছর বয়সী স্বামীর এবং অন্য দুটি তার ১৩ বছর ও ৭ বছর বয়সী দুই সন্তানের দেহাবশেষ। এ ঘটনায় সন্দেহভাজন তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এরা সবাই মরদেহ উদ্ধার করা জায়গার নিকটবর্তী মেকানিকের দোকানে কাজ করতেন। পরে যথেষ্ট প্রমাণ না থাকায় ছেড়ে দেয়া হয়েছে তাদের। তবে যখন তারা জালিস্কো প্রসিকিউটরের অফিস থেকে বের হচ্ছিলেন, তখন কর্তৃপক্ষ জানায় যে, তাদের কাছে সশস্ত্র ব্যক্তিরা এসেছিলেন এবং তাদের মধ্যে দু’জনকে হত্যা করা হয়েছে। এ ঘটনায় তদন্ত চলছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এদিকে এসমেরালদোর মৃত্যু নিয়ে চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। এর আগে মাদক সাম্রাজ্যে জড়িত ব্যক্তির সঙ্গে সম্পর্ক থাকার কথা জানিয়েছেন এই টিকটকার। সোশ্যাল মিডিয়ায় একবার পোস্ট করে মাদক ব্যবসায়ী প্রেমিক থাকার সুবিধার কথা জানিয়েছিলেন তিনি।

আরও পড়ুন

প্রসঙ্গত, ২০২০ সালে টিকটকে কমেডি লিপ-সিঙ্ক কভার পোস্ট করার মাধ্যমে ইন্টারনেট প্ল্যাটফর্মে তারকা খ্যাতি লাভ করেন এসমেরালদো। অনলাইনে বিলাসবহুল জীবনযাপন প্রদর্শনের জন্যও বহুল পরিচিত ছিলেন তিনি। সম্প্রতি জালিস্কো প্রদেশে এসেছিলেন তিনি। প্রায়ই ফ্যাশনেবল পোশাক, নতুন যানবাহন ও কসমেটিকস সার্জারি সংক্রান্ত বিষয়গুলো প্রদর্শন করতেন তিনি। টিকটক তারকা এসমেরালদোর ভয়াবহ এই ট্র্যাজেডিটি আরেক ইনফ্লুয়েন্সার ভ্যালেরিয়া মার্কেজের মৃত্যুর কয়েক মাস পর ঘটল। টিকটকে লাইভ স্ট্রিমিংয়ের সময় গুলি করা হয়েছিল তাকে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কৃষিজমি কমছে, যা খাদ্যনিরাপত্তার জন্য বড় হুমকি : ভূমি উপদেষ্টা

বিসিবির নির্বাচনে প্রার্থী হওয়ার ঘোষণা নান্নুর

ভারতীয় ৩৭ বোতল মদসহ যুবক আটক

নওগাঁর আত্রাইয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত

নির্বাচনের আগে এসপির পদায়ন লটারির মাধ্যমে, ডিসি নয়

বরিশালে ভুয়া জন্মসনদে বিয়ের চেষ্টা, উভয় পক্ষকে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা