বঙ্গরঙ্গের ধূসর কমেডি, শ্রমিকের ‘মৃত্যুহীন প্রাণ’

ধূসর ব্যঙ্গাত্মক একাঙ্ক নাটক ‘মৃত্যুহীন প্রাণ’— শ্রমজীবী মানুষের আন্দোলন, রাষ্ট্রীয় নিপীড়ন ও শাসক-শোষিত দ্বন্দ্বের নান্দনিক উপস্থাপন। এই আগস্টের শেষ সপ্তাহে এক ঝাঁক তরুণ নাট্যকর্মী নিয়ে শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল মিলনায়তনে বঙ্গরঙ্গ নাট্যদল নাটকটির নিয়মিত মঞ্চায়ন শুরু করল।
প্রখ্যাত নাট্যজন উৎপল দত্তের ‘মৃত্যুর অতীত’ অবলম্বনে নির্মিত নাটকটির নবনাট্যায়ন ও নির্দেশনা দিয়েছেন মিথুন মোস্তফা। গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয়ও করেছেন তিনি। কারিগরী নির্দেশনায় ছিলেন আসিফ মুনীর।
নাটকটির কখনও তীক্ষ্ণ ব্যঙ্গ, কখনও আবেগঘন দৃশ্য প্রথম রজনীতেই দর্শকদেরও আবেগপ্রবণ করে তুলেছে। বিশেষ ভাবে প্রধান চরিত্রে নতুন অভিনেতা প্রথন মোস্তফার শক্তিশালী অভিনয় ভুয়সী দর্শক প্রশংসা কুড়িয়েছে।
নাট্যনির্দেশক মিথুন মোস্তফা বলেন, ‘নিপীড়িত মানুষের কষ্ট আর প্রতিবাদের কথা নাটকের সংলাপ এবং নাট্যকর্মীদের অভিনয়ের মধ্যে দিয়ে তুলে ধরার চেষ্টা করেছি। দীর্ঘদিন পরে মঞ্চে বঙ্গরঙ্গের নতুন নাটকে দর্শক সাড়ায় অনুপ্রাণিত বোধ করছি।
আরও পড়ুননতুন-অভিজ্ঞ শিল্পীদের মিশেলে শান্তনু, মাসুম, সারওয়ার, বিপনু, শমিত, লাবণ্য, টুটুল, আলামিন ও আয়েশা বিভিন্ন চরিত্রে রূপদান করেছেন। নিয়মিত প্রদর্শনীর মধ্যে দিয়ে নাটকটির অভিনয় ও কারিগরী মান উন্নত হবে বলে বঙ্গরঙ্গের কর্ণধাররা মনে করেন।
বঙ্গরঙ্গ নাট্যদল জানিয়েছে, আগামী ২৬শে সেপ্টেম্বর শুক্রবার ‘মৃত্যুহীন প্রাণ’ নাটকটি নিয়ে আবারও শিল্পকলা একাডেমির মঞ্চে দর্শকের সামনে আসছে।
মন্তব্য করুন