ভিডিও বুধবার, ০৩ সেপ্টেম্বর ২০২৫

উত্তম কুমারকে চুমু খাওয়ার সুযোগ পেলে মিস করতাম না: ইশা সাহা

উত্তম কুমারকে চুমু খাওয়ার সুযোগ পেলে মিস করতাম না: ইশা সাহা

বাংলা চলচ্চিত্রে প্রবাদ পুরুষ উত্তম কুমারের নরম হাসির মায়াজাল ও অভিনয় দক্ষতায় আজও মুগ্ধ সিনেমাপ্রেমীরা।

আজ ৩ সেপ্টেম্বর কিংবদন্তি এই অভিনেতার জন্ম শতবার্ষিকী। ‘দেয়া নেয়া’, ‘শাপমোচন’, ‘সপ্তপদী’-এর মতো জনপ্রিয় ছবিতে অভিনয় করেছেন তিনি।

 বাংলা সিনেমার এক এবং অদ্বিতীয় সুপারস্টার উত্তম কুমার। অনেক অভিনেত্রীর স্বপ্নের নায়ক। উত্তম-সুচিত্রা জুটি এখনও প্রসঙ্গিক সিনেমাপ্রেমীদের।

কিংবদন্তি অভিনেতার জন্ম শতবার্ষিকীতে ভারতীয় গণমাধ্যমকে অভিনেত্রী ইশা সাহ বলেন, “উত্তমকুমার যদি ফিরে আসেন! আর তখন যদি ‘সপ্তপদী টু’ হয় তাহলে আমি যেন ‘রিনা ব্রাউন’ করার সুযোগ পাই। খুব ইচ্ছে আছে, সুচিত্রা সেন অভিনীত কোনো চরিত্রে অভিনয় করার। আর পর্দায় উত্তমকুমারকে চুমু খাওয়ার সুযোগ পেলে মিস করতাম না। আমরা সবাই খুব পেশাদার। টেনশন হত, উনি চুমুটা খাবেন কি না। যদি সুযোগ পেতাম, চুমুটা খাওয়ার পর ধপাস করে পড়েও যেতাম হয়তো।

আরও পড়ুন

শৈশবের স্মৃতি হাতড়ে অভিনেত্রী আরও বলেন, ‘ছোটবেলায় কখনও ভাবিনি আমি অভিনয় করব। কিন্তু সেই সময় যখন ওঁনার ছবিগুলো দেখতে ভালো লাগত। শুধু গল্প বা সংলাপ নয় ওই বয়সেও তার সিনেমা আমরা উপভোগ করতাম। উত্তম-সুচিত্রার রসায়ন এবং অন্যদের সঙ্গেও ওঁনার ছবিগুলো দেখে মনে হয়েছে এরকম একটা মানুষ অ্যাপিয়ারেন্সে ভীষণ সাধারণ। তা সত্ত্বেও অসাধারণ।

সবশেষে ইশা বলেন, ‘কী মায়াবী একটা মুখ– মাকেও বলতে শুনেছি এরকম কথা। মায়ের আগ্রহে থেকে আমার আগ্রহ বাড়ে। উত্তমকুমারকে চিনি এইভাবে। বাংলা ছবিতে অভিনয় করতে এসে আরও বুঝতে পারি, উনি কী ছিলেন! বাংলা সিনেমার এক এবং অদ্বিতীয় সুপারস্টার তিনি। বাকিদের প্রতি শ্রদ্ধা রেখেই বলছি, উত্তমকুমারের উপরে কেউ নেই।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রংপুরের তিস্তায় নিখোঁজ যুবকের লাশ উদ্ধার

সাদা পাথর লুটপাটে জড়িতদের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু

বিদেশে অর্থপাচার রোধে আন্তর্জাতিক ব্যবস্থা জরুরি: প্রধান উপদেষ্টা

নির্বাচনে যারা জামানত হারানোর আশঙ্কায় রয়েছেন, তারাই পিআর পদ্ধতি চায়- রেজাউল করিম বাদশা

গ্লোবাল আইকন হিসেবে নতুন মাইলফলকে দীপিকা

লালমনিরহাটে মাদক মামলায় যুবককের যাবজ্জীবন