ভিডিও বুধবার, ০৩ সেপ্টেম্বর ২০২৫

এবার বিজ্ঞাপন চিত্রে আরজু-আঁচল

এবার বিজ্ঞাপন চিত্রে আরজু-আঁচল

অভি মঈনুদ্দীন ঃ এর আগে জাফর আল মামুনের নির্দেশনায় একটি সিনেমাতে অভিনয় করেছিলেন চিত্রনায়ক কায়েস আরজু ও চিত্রনায়িকা আঁচল। এবার তারা দু’জন একসঙ্গে একটি বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করেছেন। মিয়াজী পাপনের নির্দেশনায় তারা দুজন একটি স্বনামধন্য প্রতিষ্ঠানের ডায়াপারের বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করেছেন। কয়েকদিন আগেই রাজধানীর উত্তরার দোলনাচাপা শুটিং হাউজে বিজ্ঞাপনটির শুটিং সম্পন্ন হয়েছে। বিজ্ঞাপনটিতে কাজ করা নিয়ে আরজু-আঁচল দুজনই বেশ উচ্ছ্বসিত। কারণ বিজ্ঞাপনটির গল্পটা সুন্দর।

আরজু বলেন,‘ আঁচলের সঙ্গে এর আগে একটি সিনেমাতে অভিনয় করেছিলাম। ক্যামেরার সামনে আঁচল সবসময়ই ভীষণ প্রাণবন্ত এবং ন্যাচারাল। যে কারণে তারসঙ্গে কাজ করতেও ভীষণ ভালোলাগে। বিজ্ঞাপনটিতে কাজ করেও যথারীতি ভীষণ ভালোলাগলো। নির্মাতা পাপন বেশ যত্ন করেই বিজ্ঞাপনটি নির্মাণ করেছেন। আশা করছি প্রচারে এলে দর্শকের ভীষণ ভালোলাগবে।’

এর আগে জাফর আল মামুনের নির্দেশনায় ‘এক পশলা বৃষ্টি’ সিনেমাতে অভিনয় করেছেন আরজু ও আঁচল। এরইমধ্যে সিনেমাটি সেন্সর ছাড়পত্র লাভ করেছে। আশা করা যায় চলতি বছরেই সিনেমাটি ুমক্তি পাবে। এদিকে কণা ও অমির গাওয়া ‘আসসালামালাইকুম বিয়াইন সাব ২.০’ গানের ভিডিওচিত্রে মডেল হিসেবে কাজ করেছেন আঁচল। এই গানটি নিয়ে কণা, অমি ও আঁচল ভীষণ আশাবাদী। এর আগে অমির গাওয়া ‘মাতাল’,‘ দুই চাক্কার সাইকেল’ ও পরী পাইছি’ গানে মডেল হয়েছিলেন আাঁচল।

আরও পড়ুন

সম্প্রতি বিএফডিসিতে সেট বানিয়ে কণা অমির গানটির ভিডিওচিত্র নির্মাণ করা হয়েছে। আগামী ১১ সেপ্টেম্বর অনপুম মিউজিকের ব্যানারে গানটি প্রকাশ পাবে। এরইমধ্যে আঁচল স্টার অ্যাওয়ার্ডে ভূষিত হয়েছেন। ঢাকাই সিনেমায় রাজু আহাম্মেদ-এর ‘ভুল’ সিনেমার মধ্যদিয়ে অভিষেক হয় আঁচলের। এরপর বেইলি রোড, জটিল প্রেম, কী প্রেম দেখাইলা, প্রেম প্রেম পাগলামী, কিস্তিমাত, স্বপ্ন যে তুই, সুলতানা বিবিয়ানা, আজব প্রেম, আড়াল, মাফিয়া, রাগী সিনেমায় অভিনয় করেন।

২০০৭ সালে হাছিবুল ইসলাম মিজানের ‘তুমি আছো হৃদয়ে’ সিনেমার মধ্যদিয়ে ঢাকাই সিনেমায় আরজুর অভিষেক হয়। এতে তার বিপরীতে ছিলেন মুক্তি। এরপর তাকে ‘বাজাও বিয়ের বাজনা’, ‘প্রেম বিষাদ’,‘ অবুঝ প্রেম’,‘ হেড মাস্টার’,‘ ছেলেটি আবোল তাবোল মেয়েটি পাগল পাগল’,‘ আমার প্রেম আমার প্রিয়া’সহ আরো বেশ কিছু সিনেমাতে অভিনয়ে দেখা যায়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নির্বাচনে অংশ নিতে পারবে না আওয়ামী লীগ

রংপুরের তিস্তায় নিখোঁজ যুবকের লাশ উদ্ধার

সাদা পাথর লুটপাটে জড়িতদের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু

বিদেশে অর্থপাচার রোধে আন্তর্জাতিক ব্যবস্থা জরুরি: প্রধান উপদেষ্টা

নির্বাচনে যারা জামানত হারানোর আশঙ্কায় রয়েছেন, তারাই পিআর পদ্ধতি চায়- রেজাউল করিম বাদশা

গ্লোবাল আইকন হিসেবে নতুন মাইলফলকে দীপিকা