ভিডিও শনিবার, ১৭ মে ২০২৫

ঠাকুরগাঁও হাসপাতালে জলাতঙ্কের টিকা নেই, দুশ্চিন্তায় রোগীরা

ছবি : সংগৃহিত,ঠাকুরগাঁও হাসপাতালে জলাতঙ্কের টিকা নেই, দুশ্চিন্তায় রোগীরা

ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি : ঠাকুরগাঁও ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে জলাতঙ্ক প্রতিরোধী টিকার সংকট দেখা দিয়েেেছ। এতে চরম বিপাকে পড়েছেন রোগীরা। নিরুপায় হয়ে কেউ কেউ চড়া দামে বাইরে থেকে কিনছেন, কেউ আবার টিকা না পাওয়ায় ভুগছেন দুশ্চিন্তায়। 

জানা গেছে, ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে মার্চ মাসে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাওয়া এক হাজার ডোজ টিকা এপ্রিলেই শেষ হয়ে গেছে। হাসপাতালটিতে গত কয়েক মাসে জলাতঙ্ক প্রতিরোধী টিকা নিতে আসা রোগীর হিসাব বিশ্লেষণ করে দেখা গেছে, প্রতিদিন আসেন ৩১ জন। তবে মে মাসে এ সংখ্যা দাঁড়িয়েছে ৬০-৭০ জনে। প্রতিদিন বহু রোগী টিকা না পেয়ে ফিরে যাচ্ছেন। এতে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করছেন ভুক্তভোগীরা। তাদের সামাল দিতে হিমশিম খেতে হচ্ছে হাসপাতাল সংশ্লিষ্টদের ।

বৃহস্পতিবার সকালে হাসপাতালটির টিকাকেন্দ্রে গিয়ে দেখা যায় ভিড়।  টিকা নিতে এসে দাঁড়িয়ে রয়েছেন রোগী ও তাদের স্বজনেরা। অধিকাংশই এসেছেন জলাতঙ্কের দ্বিতীয় কিংবা তৃতীয় ডোজ নিতে। কেউ কেউ প্রথম ডোজ এ হাসপাতাল থেকে নিয়েছেন, কিন্তু দ্বিতীয় ডোজ নিতে এসে দেখেন টিকা নেই।চিকিৎসকেরা বলছেন, নির্দিষ্ট সময়মতো ডোজ না নিলে আগের টিকার কার্যকারিতা নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। সদর উপজেলার মালেকা বেগম বলেন, গত সপ্তাহে আমার ছেলেকে কুকুরে কামড় দেয়। প্রথম ডোজটা এখান থেকেই পেয়েছিলাম। 

বৃহস্পতিবার দ্বিতীয় ডোজের জন্য এসে শুনি টিকা নেই। তিনি বলেন, বাইরে থেকে ৬০০ টাকা দিয়ে কিনতে হয়েছে। দোকানিরা কখনো কখনো ৮০০ টাকাও নেন। 
ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) মনজুরুল ইসলাম  বলেন, জেলায় প্রতি মাসে অন্তত ৫ হাজার ডোজ টিকার প্রয়োজন হয়। কিন্তু সরবরাহ আসে মাত্র ২০০-২৫০টি, যা কিছুদিনের মধ্যে শেষ হয়ে যায়। তিনি বলেন, নতুন করে চাহিদা পাঠানো হয়েছে । আশা করছি দ্রুতই টিকা পাওয়া যাবে । 

আরও পড়ুন

 

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুষ্টিয়ায় শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে পল্লী চিকিৎসক কারাগারে  

নড়াইলে হত্যা মামলার আসামিকে মাদারীপুরে গ্রেপ্তার করেছে ডিবি

রাঙামাটিতে বঙ্গবন্ধুর ভাস্কর্য ভেঙে ফেলার কাজ শুরু

ব্রাজিল ফুটবলে আবারও প্রেসিডেন্টকে বরখাস্ত করলেন আদালত

মোস্তাফিজকে দলে ভেড়ানোয় দিল্লি ম্যাচ বয়কটের ডাক

টেকনাফে অভিযানে জব্দকৃত সাড়ে ৪৫ কোটি টাকার মাদক ধ্বংস