ভিডিও সোমবার, ০১ সেপ্টেম্বর ২০২৫

বগুড়া প্রেসক্লাব নির্বাচনে রানু সভাপতি ও কালাম সম্পাদক নির্বাচিত

বগুড়া প্রেসক্লাব নির্বাচনে নব নির্বাচিত সভাপতি রেজাউল হাসান রানু ও সম্পাদক কালাম আজাদ

স্টাফ রিপোর্টার : বগুড়া প্রেসক্লাব নির্বাচনে সভাপতি পদে রেজাউল হাসান রানু ও সাধারণ সম্পাদক পদে কালাম আজাদ নির্বাচিত হয়েছেন। আজ শনিবার (২৮ জুন) উৎসবমূখর পরিবেশে ভোট প্রদান করেন ক্লাবের সদস্যরা। সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ শেষে ভোট গণনা করেন নির্বাচন পরিচালনা কমিটি। নির্বাচনে মোট ১৬৮ জন ভোটারের মধ্যে ১৫৮ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

কার্যনির্বাহী কমিটির অন্যান্য পদে যারা নির্বাচিত হয়েছেন তাদের মধ্যে সহ সভাপতি পদে রাহাত আহম্মেদ রিটু( ৯০), মীর সাজ্জাদ আলী সন্তোষ (৬৩), মীর্জা সেলিম রেজা (৬০)। সাধারণ সম্পাদক পদে কালাম আজাদ ৮১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বি সবুর শাহ লোটাস পেয়েছেন ৭১ ভোট। যুগ্ম সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন তোফাজ্জল হোসেন (৮৩) ও সাইফুল ইসলাম (৭৯)। কোষাধ্যক্ষ পদে তানভীর আলম রিমন (৮৪), দপ্তর সম্পাদক পদে রেজাউল হক বাবু (৮৯) নির্বাচিত হয়েছেন। সাহিত্য ও সাংস্কৃতিক পদে শেখ সাহেদ (৮৬), ক্রীড়া সম্পাদক পদে আব্দুর রহিম (৭৮) এবং পাঠাগার সম্পাদক পদে জাফর আহম্মেদ মিলন (৮৫) নির্বাচিত হয়েছেন।

আরও পড়ুন

কার্যনির্বাহী সদস্য পদে মহসিন আলী রাজু (৮৮), এ্যাডভোকেট আব্দুল মান্নান (৮৪) , আব্দুর রহিম বগরা (৮২), শামীম আহমেদ (৭৯), জহুরুল ইসলাম (৭৪), শাহ আলম শেখ মুক্তার (৬৯), সাহেদুজ্জামান সিরাজ বিজয় ও, গোলজার হোসেন মিটু (৬৮) ভোট করে পেয়েছেন। হারুন উর রশীদ তালুকদার (৬২) ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

এদিকে প্রেসক্লাবের নব নির্বাচিত কমিটির নেতৃবৃন্দকে অভিনন্দন জানিয়ে দৈনিক করতোয়ার সম্পাদক মোজাম্মেল হক বিবৃতি প্রদান করেছেন। বিবৃতিতে তিনি আশা প্রকাশ করে বলেন নব নির্বাচিত কমিটি বগুড়া প্রেসক্লাবকে আরও এগিয়ে নিবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্যবসার জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে চাই: বাণিজ্য উপদেষ্টা

একদিনে নেপালে রপ্তানি করা হলো ৫৯০ টন পাট ও ৮৪ টন আলু

সিনেমার এক গানের জনপ্রিয়তায় দুই দশক পার অনুপমা মুক্তির

বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকীতে এনসিপির শুভেচ্ছা বিনিময়

সিরাজগঞ্জে সাড়ে ১০ টন সরকারি চালসহ যুবক আটক

দুদক’র মামলায় ডাঃ ফিরোজ মাহমুদ ইকবালসহ ৩ জন খালাস পেলেন