ভারতের ‘অহংকার’ চূর্ণ করেছে পাকিস্তান: শাহবাজ শরিফ

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তান ভারতের আঞ্চলিক পরাশক্তি হয়ে ওঠার মিথ বা ভুল ধারণাকে চূর্ণ করেছে বলে মন্তব্য করেছে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। নয়াদিল্লির বিলিয়ন বিলিয়ন ডলার ব্যয়ে সামরিক সরঞ্জাম কেনার মাধ্যমে এই ধারণা তৈরি হয়েছিল।
কামরায় পাকিস্তান বিমান বাহিনীর (পিএএফ) একটি অপারেশনাল ঘাঁটি পরিদর্শনকালে প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এই মন্তব্য করেন।
এ সময় তার সঙ্গে ছিলেন উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসাহাক দার, প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ, পরিকল্পনামন্ত্রী আহসান ইকবাল, তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার, সেনাবাহিনী প্রধান জেনারেল সৈয়দ আসিম মুনির এবং নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল নবীদ আশরাফ।
শাহবাজ শরিফ সেখানে পৌঁছানোর পর তাকে স্বাগত জানান বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল জহির আহমেদ বাবর সিদ্দু।
সফরের সময় প্রধানমন্ত্রীকে বিমান বাহিনীর অপারেশনাল প্রস্তুতি ও যুদ্ধ-ক্ষমতা সম্পর্কে একটি বিস্তারিত ব্রিফিং প্রদান করা হয় বলে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বিবৃতিতে জানায়।
আরও পড়ুনশাহবাজ শরিফ সামনের সারির সদস্য যেমন পাইলট, প্রকৌশলী ও কারিগরি কর্মীদের সঙ্গে কথা বলেন এবং তাদের পেশাদারিত্ব, নিখুঁততা এবং জাতীয় প্রতিরক্ষার প্রতি অটুট নিষ্ঠার জন্য গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।
শাহবাজ শরিফ বলেন, অযৌক্তিক আগ্রাসনের প্রেক্ষাপটে পাকিস্তানের সশস্ত্র বাহিনী যে সংযম, কৌশলগত দূরদৃষ্টি এবং অপারেশনাল কার্যকারিতা প্রদর্শন করেছে, তা অনন্য।
তিনি আরও বলেন, তাদের দ্রুত ও পরিমিত প্রতিক্রিয়া কেবল হুমকি মোকাবিলা করেই থেমে থাকেনি বরং শত্রু বাহিনীর সামরিক অবকাঠামোয় একটি জোরালো আঘাত হেনেছে। যা পাকিস্তানের সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতা রক্ষার জন্য অটল সংকল্প পুনরায় প্রমাণ করেছে।
সূত্র: জিও নিউজ
মন্তব্য করুন