সরকারি কোয়ার্টারের বাড়ছে পানির বিল, জুলাই থেকে কার্যকর

সরকারি কর্মচারীদের জন্য বরাদ্দকৃত সরকারি কোয়ার্টারের পানির বিল বৃদ্ধি করা হয়েছে। গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় থেকে জারি করা প্রজ্ঞাপনে বিষয়টি জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, এফ টাইপ ও তদূর্ধ্ব শ্রেণির বাসার পানির বিল পুনর্নির্ধারণ করা হয়েছে।
নতুন হার অনুযায়ী প্রতি মাসে এফ টাইপ বাসার জন্য পানির বিল হবে ৪৭০ টাকা। আর সুপিরিয়র শ্রেণির বাসার জন্য বিল নির্ধারণ করা হয়েছে ৭০৬ টাকা।
আরও পড়ুনজনস্বার্থে জারি করা এই প্রজ্ঞাপন আগামী ১ জুলাই ২০২৫ থেকে কার্যকর হবে।
রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনটি জারি করেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপ-সচিব মোহাম্মদ আবদুল আওয়াল।
মন্তব্য করুন