ভিডিও সোমবার, ০১ সেপ্টেম্বর ২০২৫

বগুড়ার সারিয়াকান্দিতে ৭১৫ পিস টাপেন্টাডলসহ ৩ মাদক কারবারি গ্রেফতার, যৌথ বাহিনীর অভিযান

বগুড়ার সারিয়াকান্দিতে ৭১৫ পিস টাপেন্টাডলসহ ৩ মাদক কারবারি গ্রেফতার, যৌথ বাহিনীর অভিযান

সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধি : সারিয়াকান্দির পৌর এলাকায় সেনাবাহিনী এবং পুলিশের যৌথ মাদক বিরোধী অভিযানে ৭১৫ পিস টাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়েছে এবং মাদক কারবারির সাথে জড়িত থাকার অপরাধে ২ নারীসহ ৩ জনকে গ্রেফতার করা হয়েছে।

আটক মাদক কারবারিদের নামে নিয়মিত মাদক মামলা দেয়া হয়েছে। আজ শুক্রবার (৪ জুলাই) বিকেলে সেনাবাহিনী সারিয়াকান্দি ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন আরাফাতের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়েছে।

সেনা বাহিনীর সূত্রে জানা গেছে, উপজেলার পৌর এলাকার হিন্দুকান্দি শিল্পপাড়া গ্রামে দীর্ঘদিন ধরেই মাদকের কারবার চলছিল। গোপন সংবাদের ভিত্তিতে আজ শুক্রবার (৪ জুলাই) দুপুরে সেখানে সেনাবাহিনীর অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ৭১৫ পিস টাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।

আরও পড়ুন

এ সময় মাদক বিক্রির নগদ ১৮ হাজার টাকা এবং বেশকিছু মোবাইল ফোন উদ্ধার করা হয়। মাদক কারবারে জড়িত থাকার অপরাধে পৌর এলাকার হিন্দুকান্দি শিল্পপাড়া গ্রামের পিয়ার উদ্দিনের স্ত্রী রত্না আক্তার (২৪), একই গ্রামের রতন প্রামানিকের স্ত্রী পপি বেগম (২৮) এবং হাটশেরপুর ইউনিয়নের হাসনাপাড়া গ্রামের মৃত ইলিয়াস উদ্দিনের ছেলে মনিরুল ইসলামকে (২৩) আটক করা হয়েছে।

পরে তাদের সারিয়াকান্দি থানায় সোপর্দ করা হয়েছে। আটক তিন মাদক কারবারির নামে নিয়মিত মামলা দায়ের করে, তাদের বগুড়া জেলা আদালতে প্রেরণ করার প্রক্রিয়া চলমান রয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আজ সিরিজ নিশ্চিত করতেই মাঠে নামবে লিটনরা

আরও সাত দলের সঙ্গে বৈঠক করবেন প্রধান উপদেষ্টা

রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার সঙ্গে সেনাপ্রধানের সাক্ষাৎ

ইসরায়েলি তেল ট্যাংকারে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা 

বার্সাকে রুখে দিলো রায়ো ভায়েকানো

আফগানিস্তানে ভূমিকম্পে নিহত বেড়ে ৬২২