ভিডিও শনিবার, ১২ জুলাই ২০২৫

৫ কোটি টাকা চাঁদা দাবি না দেওয়ায় পল্লবীতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা

৫ কোটি টাকা চাঁদা দাবি না দেওয়ায় পল্লবীতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা

রাজধানী ঢাকার পল্লবীতে এক ব্যবসায়ীর কাছে ৫ কোটি টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে। চাঁদা না দেওয়ায় হামলার ঘটনা ঘটেছে ব্যবসাপ্রতিষ্ঠানটিতে। এ সময় সন্ত্রাসীদের গুলিতে শরিফুল ইসলাম নামে প্রতিষ্ঠানটির একজন কর্মকর্তা আহত হয়েছেন। তাকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 গতকাল শুক্রবার (১১ জুলাই) বিকেল পাঁচটার দিকে পল্লবীর আলব্দিরটেক এলাকায় এ কে বিল্ডার্স নামের আবাসন নির্মাণ প্রতিষ্ঠানে এ হামলার ঘটনা ঘটে বলে এক প্রতিবেদনে জানিয়েছে ।

এ কে বিল্ডার্স নামের প্রতিষ্ঠানটির চেয়ারম্যান মো. কাইউম আলী খান। তার ছেলে আমিমুল এহসান জানান, তিন সপ্তাহ আগে জামিল নামের এক ব্যক্তি তার বাবার কাছে পাঁচ কোটি টাকা দাবি করেন। টাকা না দেওয়ায় দুই দফায় তাদের প্রতিষ্ঠানে হামলা করে সিসি ক্যামেরাসহ অনেক কিছু নিয়ে যায় সন্ত্রাসীরা।

তিনি বলেন,গতকাল ৩০ থেকে ৪০ জন সন্ত্রাসী এসে প্রতিষ্ঠানে হামলা করে। এ সময় তারা গুলিবর্ষণও করে। গুলিতে একজন আহত হয়েছেন।

আরও পড়ুন

পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিউল ইসলাম বিষয়টি নিয়ে বলেন,গুলিবর্ষণের ঘটনায় এখনো মামলা হয়নি। কাউকে গ্রেপ্তার করা যায়নি। ঘটনাটি গুরুত্বসহ তদন্ত করে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

তবে চাঁদা দাবি ও হামলার ঘটনায় গত বৃহস্পতিবার পল্লবী থানায় একটি সাধারণ ডায়রি (জিডি) করেন এ কে বিল্ডার্সের চেয়ারম্যান কাইউম আলী খান।

জিডিতে তিনি অভিযোগ করেন, গত ২৭ জুন তার ব্যবসাপ্রতিষ্ঠানে প্রথমবার হামলা করা হয়। এরপর ৪ জুলাই আবার হামলা করে অজ্ঞাত ব্যক্তিরা। তারা ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দিচ্ছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার ধুনটে ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী তরুণ নিহত

বগুড়ার ধুনটে পুলিশকে কুপিয়ে হাতকড়া নিয়ে পালানো আসামি গ্রেফতার

জয়পুরহাটের ক্ষেতলালে খালের ওপর ব্রিজ না থাকায় ভোগান্তি, ২০ ফুটের জন্য ঘুরতে হয় পাঁচ কি.মি.

নয়াপল্টনে বিএনপি কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ

এক বিষয়ে পরীক্ষা দিয়ে দুই বিষয়ে অকৃতকার্য!

মিটফোর্ডে ব্যবসায়ী হত্যার প্রতিবাদে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মশাল মিছিল