ভিডিও বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা পরিচয়ে চাঁদাবাজি, আটক ৮

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা পরিচয়ে চাঁদাবাজি, আটক ৮

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের (বৈছাআ) নেতা পরিচয়ে চাঁদা নিতে গিয়ে পুলিশের কাছে আটক হলেন আট যুবক।

আজ বুধবার (১৪ মে) রাত ১০টার দিকে নগরীর খালিশপুর থানাধীন ৯ নম্বর ওয়ার্ডের বাস্তুহারা কলোনি এলাকায় এ ঘটনা ঘটে।

ওই এলাকার বাসিন্দা বাপ্পির কাছে চাঁদা নিতে গিয়ে তারা পুলিশের কাছে আটক হন। এর আগে স্থানীয় জনতা তাদের আটক করে পুলিশের কাছে সোপর্দ করে।

স্থানীয়রা জানান, খুলনার দুর্বার সংঘ ক্লাব এলাকার বাসিন্দা আবু বক্কর সিদ্দিকীর ছেলে রায়হান নিজেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নগর যুগ্ম সম্পাদক হিসেবে পরিচয় দিয়ে আরও ৯ জন যুবকসহ রাত সাড়ে ৯টার দিকে বাস্তুহারা কলোনির ২ নম্বর রোডের বাসিন্দা বাপ্পির বাড়িতে প্রবেশ করেন। এ সময় রায়হানসহ উপস্থিত আরও কয়েকজন যুবক তাকে পতিত সরকারের দোসর বলে দাবি করেন। তারা বাপ্পির কাছে তিন লাখ টাকা চান। টাকা না দিলে তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হবে বলেও বাপ্পিকে তারা হুমকি দেন। 

আরও পড়ুন

এলাকাবাসী এ ঘটনা জানতে পেরে তাদের ধাওয়া দেয়। এ সময় রায়হানের সঙ্গে থাকা কয়েকজন যুবক পালিয়ে গেলেও পুলিশ ঘটনাস্থলে গিয়ে রায়হানসহ আটজনকে আটক করে থানায় নিয়ে যায়। রায়হান নিজেকে নগর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যুগ্ম সম্পাদক পরিচয় দিলে, সেখানে বৈষম্যবিরোধী ছাত্র নেতাদের ডেকে আনা হয়। তখন তারা তাকে চেনেন না বলে উপস্থিত জনগণকে জানান।

খালিশপুর থানার এসআই সোবহান বলেন, রাতে বাস্তুহারা কলোনির ২ নম্বর রোডের একটি বাড়িতে গন্ডগোল হয়েছে জানতে পেরে, সেখানে যান তিনি। সেখানে গিয়ে বিস্তারিত জেনে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে আটজনকে থানায় নিয়ে যান। এখন অভিযোগকারী মামলা দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি জানান।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চট্টগ্রাম কারাগারে কেএনএফ সদস্যের মৃত্যু

স্ত্রীসহ সাবেক মন্ত্রী উবায়দুল মোকতাদিরের দেশত্যাগে নিষেধাজ্ঞা

লক্ষ্মীপুরে পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু

মিমের অন্যরকম সময়

ইউক্যালিপটাস ও আকাশমনি গাছের চারা রোপণ-বিক্রি নিষিদ্ধ

বগুড়া ডায়াবেটিক হাসপাতালে আ’লীগ নেতার রুমে তালা