ভিডিও শুক্রবার, ০২ মে ২০২৫

বগুড়ার শেরপুরে ডাকাতির প্রস্তুতিকালে ১০ ডাকাতসহ গ্রেফতার ১৫, ধারালো অস্ত্র  উদ্ধার

বগুড়ার শেরপুরে ডাকাতির প্রস্তুতিকালে ১০ ডাকাতসহ গ্রেফতার ১৫, ধারালো অস্ত্র  উদ্ধার

শেরপুর (বগুড়া) প্রতিনিধি : শেরপুরে ডাকাতির প্রস্তুতির সময় ১০ ডাকাতসহ ১৫ জনকে গ্রেফতার করেছে যৌথ বাহিনী। এ সময় তাদের কাছ থেকে বিভিন্ন দেশিয় অস্ত্র ও মাদক উদ্ধার করা হয়। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলার বিভিন্ন এলাকায় সেনাবাহিনী, র‌্যাব, থানা ও হাইওয়ে পুলিশ এই যৌথ অভিযান পরিচালনা করে।

শেরপুর থানা পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার গাড়িদহ ইউনিয়নের মহিপুর বুড়িতলা এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে ছোট ফুলবাড়ি গ্রামের জাহিদুল ইসলামের ছেলে ওমর ফারুক (২৩), সিদ্দিকের ছেলে জাকির আহম্মেদ ওরফে জনি (২১), বাদশা মিয়ার ছেলে সামিউল (১৯), আনিছুর রহমান খাজার ছেলে মেহেদি হাসান রব্বানী (২৩), ইদ্রিস আলীর ছেলে আরফান আলীম (২৫), জয়নগর গ্রামের মৃত গোলাম আজমের ছেলে আঃ গাফ্ফার ওরফে সবুজ (১৯) কে গ্রেফতার করা হয়।

অপরদিকে রণবীরবালা ঘাটপার ব্রিজের উপর ডাকাতির প্রস্তুতিকালে রণবীরবালা গ্রামের জহুরুল ইসলামের ছেলে সাগর ইসলাম ওরফে সজিব (৩৮), শাহজাহান আলী ওরফে সাজু (৪০), গোপালপুর দক্ষিনপাড়া গ্রামের মৃত কসিম উদ্দিন সেখের ছেলে ফরিদ সেখ (৩৫), মৃত হায়দার আলীর ছেলে রানা মিয়া ওরফে হাড্ডি রানা (৫০) এবং পৌরশহরের খন্দকারপাড়া হতে সিরাজগঞ্জ জেলার শাহাজাদপুরের মধু সুধনের ছেলে মিলন কুমার সরকার (৩৫), আনন্দ চক্রবর্তীর ছেলে সুজন চক্রবর্তী (২৭), কালাচন্দ্র সুত্রধরের ছেলে জীবন কুমার সুত্রধর (৩৫), আব্দুর রাজ্জাকের ছেলে আব্দুর রহিম (৩০), জনাব আলীর ছেলে আশরাফুল ইসলাম (৩৩) কে দেশীয় চোলাইমদ সহ গ্রেফতার করে যৌথ বাহিনী।

আরও পড়ুন

অভিযানে আটককৃত ডাকাতদের কাছ থেকে ২টি চায়নিজ কুড়াল, একটি হাসুয়া, ১টি ছোরা, একটি ব্যাটারি চালিত ইজিবাইক, বিভিন্ন ব্রান্ডের ৪টি এন্ড্রয়েড মোবাইল ফোন, স্লাইরেঞ্জ ২টি, ১টি স্ক্রু ড্রাইভার, ২টি বাটন মোবাইল, ২টি তালা কাটার কাঁচি, ও সাদা রংয়ের মোটা রশি ২ সেট, সাদা কসটেপ, বিভিন্ন সাইজের ৬টি লোহার রড উদ্ধার করা হয়েছে।

এ বিষয়ে শেরপুর থানার অফিসার ইনচার্জ ওসি শফিকুল ইসলাম বলেন, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বিভিন্ন ধারায় মামলা দায়েরের পর আদালতে সোপর্দ করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কলাপাড়ায় সড়ক দুর্ঘটনায় শিক্ষকের মৃত্যু

আপনি কি বাসার ভেতরে শব্দ নিয়ে সচেতন

আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে এনসিপির সমাবেশ চলছে

মিয়ানমারে ৬০০ বস্তা ইউরিয়া সার পাচারকালে ১০ জন আটক

সাবধান শরীরের নীরব শত্রু লবণ

টাকার জন্য দেশে ছেড়েছি, এখন টাকা খরচের সময় নেই: পিয়া বিপাশা