ভিডিও সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ৩০ অগ্রহায়ণ ১৪৩২

প্রকাশ : ১৪ মে, ২০২৫, ১০:২৯ দুপুর

দুর্বৃত্তের ছুরিকাঘাতে ঢাবি শিক্ষার্থী নিহত

দুর্বৃত্তের ছুরিকাঘাতে নিহত ঢাবি শিক্ষার্থী শাহরিয়ার আলম সাম্য (২৫) । ছবি: সংগৃহীত।

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে কথা কাটাকাটির জেরে দুর্বৃত্তের ছুরিকাঘাতে শাহরিয়ার আলম সাম্য (২৫) নামে এক ঢাবি শিক্ষার্থী নিহত হয়েছেন। মঙ্গলবার (১৩ মে) দিবাগত রাত ১২টার দিকে এই ঘটনা ঘটে।

নিহত শাহরিয়ার ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনিস্টিটিউটের ২০১৮-১৯ সেশনের মাস্টার্সের শিক্ষার্থী ছিলেন। তিনি বিশ্ববিদ্যালয়ের এফ রহমান হলে থাকতেন। তার বাড়ি সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া থানা এলাকায়।

শাহরিয়ারকে হাসপাতালে নিয়ে আসা সহপাঠীর রাফি জানান, রাত আনুমানিক ১২টার দিকে সোহরাওয়ার্দী উদ্যানের মুক্তমঞ্চের পাশ দিয়ে মোটরসাইকেল চালিয়ে যাচ্ছিলো শাহরিয়ার। এ সময় তার মোটরসাইকেলের সাথে অপর একটি মোটরসাইকেলের ধাক্কা লাগে। এ নিয়ে শাহরিয়ার ও মোটরসাইকেলে থাকা ব্যক্তিদের মধ্যে কথা-কাটাকাটি ও ধস্তাধস্তি হয়। একপর্যায়ে অজ্ঞাত ও সাত-আটজন শাহরিয়ারকে এলোপাথাড়ি ছুরিকাঘাত করে পালিয়ে যায়।

আরও পড়ুন

পরে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক জানান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থীকে আহত অবস্থায় হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে আসা হয়। পরে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। ঘটনাটি শাহবাগ থানা পুলিশকে জানানো হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোবাইল ফোনের দাম কমতে পারে

হাদির হামলাকারীরা সীমান্ত পেরিয়েছে কি-না, নিশ্চিত নয়: বিজিবি

হলিউড নির্মাতা রব রেইনার দম্পতির মরদেহ উদ্ধার

ক্লাব বার্সাকে কিনতে চান সৌদি যুবরাজ!

নীরবতা ভাঙলেন সোনাক্ষী

বাংলাদেশি সাত ক্রিকেটারের আইপিএলে দল পাওয়া নিয়ে শঙ্কা