ভিডিও মঙ্গলবার, ১৩ মে ২০২৫

শ্রীপুরে জমি নিয়ে বিরোধে কৃষকের হাতের কব্জি বিচ্ছিন্ন, আহত ৪

শ্রীপুরে জমি নিয়ে বিরোধে কৃষকের হাতের কব্জি বিচ্ছিন্ন, আহত ৪

গাজীপুরের শ্রীপুরে জমি সংক্রান্ত বিরোধে দুই পক্ষের সংঘর্ষে চার জন আহত হয়েছেন। এ ঘটনায় কৃষক হযরত আলীর (৬৫) বাম হাতের কব্জি বিচ্ছিন্ন হয়ে গেছে।

আজ মঙ্গলবার (১৩ মে) সকাল ৯টায় উপজেলার বরমী ইউনিয়নের তাঁতি সুতা (দক্ষিণ পাড়া) গ্রামের শেখবাড়ি সংলগ্ন এ ঘটনা ঘটে।

কব্জি বিচ্ছিন্ন হওয়া কৃষক হলেন- তাঁতি সুতা (দক্ষিণ পাড়া) গ্রামের মৃত হাবিজ উদ্দিনের ছেলে হযরত আলী (৬৫)। তাকে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসার পর ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বাকি আহতরা হলেন- একই গ্রামের মৃত রাম দুলাল বিশ্বাসের ছেলে পুলিশ কনস্টেবল অমৃত চন্দ্র বিশ্বাস (৫২), তার বড় ভাই অমূল্য চন্দ্র বিশ্বাস (৬২) ও তার মেয়ে কলেজ শিক্ষার্থী সঙ্গীতা বিশ্বাস (১৭)। তাদেরকে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ কনস্টেবল অমৃত চন্দ্র বিশ্বাস টাঙ্গাইলের নাগরপুর থানায় কর্মরত।

হযরত আলীর ভাতিজা শাকিল আহমেদ সবুজ জানান, দীর্ঘদিন ধরে বন বিভাগের জমি তার জেঠা ভোগ দখল করে চাষাবাদ করে আসছেন। ওই জমি নিয়ে বন বিভাগের সঙ্গে আদালতে মামলা চলমান রয়েছে। প্রতিপক্ষ অমূল্য চন্দ্র বিশ্বাস গং ওই জমি তাদের বলে দাবি করে আসছে। মঙ্গলবার সকাল ৯টায় অমূল্য চন্দ্র বিশ্বাস এবং তার ভাই পুলিশ কনস্টেবল অমৃত চন্দ্র বিশ্বাস বিরোধপূর্ণ জমিতে চাষ করতে যান। এ সময় কৃষক হযরত আলী তাদেরকে জমি চাষ করতে বাধা দেন। বাগবিতণ্ডার এক পর্যায়ে পুলিশ কনস্টেবল অমৃত চন্দ্র বিশ্বাসের হাতে থাকা দা দিয়ে হযরত আলীর বাম হাতের কব্জি কোপ দিয়ে বিচ্ছিন্ন করে ফেলে। তাকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

অমূল্য চন্দ্র বিশ্বাসের বড় ভাই প্রফুল্ল চন্দ্র বিশ্বাস বলেন, আমার ছোট ভাই অমূল্য চন্দ্র বিশ্বাস জমিতে চাষ করতে যায়। এ সময় কৃষক হযরত আলী ও তার স্বজনেরা আমার ভাইকে মারধর করে। তার চিৎকার শুনে ছোট ভাই পুলিশ কনস্টেবল অমৃত চন্দ্র বিশ্বাস ও ভাতিজি সঙ্গীতা বিশ্বাস ঘটনাস্থলে যায়। এক পর্যায়ে কৃষক হযরত আলী তাদেরকে এলোপাতাড়ি মারধর করে মাথা ফাটিয়ে দেয়। তাদেরকে মুমূর্ষু অবস্থায় গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিক্যাল কলেজ হাসাপাতালে পাঠানো হয়েছে।

আরও পড়ুন

 

তিনি আরও বলেন, আমার ভাইদেরকে ফাঁসানোর জন্য হযরত আলী লোকজন তার বাম হাতের কব্জি বিচ্ছিন্ন করে আমাদের বিরুদ্ধে বলছে।

শ্রীপুর রেঞ্জের শ্রীপুর সদর বিট কর্মকর্তা আলাল উদ্দীন জানান, তাঁতি সুতার ওই জায়গা বন বিভাগের। অনেক আগে থেকেই ওই জমি নিয়ে আদালতে মামলা চলছে। বন বিভাগ গত বছর কিছু গাছের চারা রোপণ করেছে। চলতি বছরেও চারা রোপণ করবো। এটা বন বিভাগের জায়গা, এ জায়গা নিয়ে মারামারির কিছু নেই।

টাঙ্গাইলের নাগরপুর থানার ওসি রফিকুল ইসলাম বলেন, অমৃত চন্দ্র বিশ্বাস এ থানায় পুলিশ কনস্টেবল হিসেবে কর্মরত। সে মঙ্গলবার সকালে ডাক নিয়ে রেঞ্জ অফিসে গিয়েছে। কিন্তু সে বাড়িতে গেছে কি না আমার জানা নেই।

শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক সুদেব চক্রবর্তী বলেন, হযরত আলী নামে একজন বাম হাতের কব্জি বিচ্ছিন্ন অবস্থায় হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছে। তাকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

শ্রীপুর থানার ওসি (অপারেশন) নয়ন কর বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। আমিসহ সার্কেল এএসপিও ঘটনাস্থল পরিদর্শন করেছে। কোনও পক্ষই এ বিষয়ে অভিযোগ দেয়নি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার আদমদীঘিতে গৃহবধূকে হত্যাপ্রচেষ্টা মামলার আসামি গ্রেফতার হয়নি ৪ দিনেও

কিশোরগঞ্জে গাছের আম পাড়া নিয়ে প্রতিবেশির সাথে সংঘর্ষে নিহত ১

‘হাওয়া’র পর নোয়াখালীর 'রঙ্গমালা' হয়ে ফিরছেন নাজিফা তুষি

বগুড়ার আদমদীঘিতে গৃহবধূ রহস্যজনকভাবে নিখোঁজ

আওয়ামী যড়যন্ত্রকারীদের কোনো সুযোগ দেয়া যাবে না - আমিনুল হক 

চাঁদপুরে অবৈধ ৪০০ চায়না দুয়ারি জাল জব্দ