বগুড়ার আদমদীঘিতে গৃহবধূকে হত্যাপ্রচেষ্টা মামলার আসামি গ্রেফতার হয়নি ৪ দিনেও

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : আদমদীঘিতে জমিজমা নিয়ে বিরোধে গৃহবধূ বুলুন নেছাকে হত্যা প্রচেষ্টা মামলার চারদিন অতিবাহিত হলেও আসামিরা এখনও গ্রেফতার হয়নি। মামলা সূত্রে জানা যায়, আদমদীঘি উপজেলার কদমা গ্রামের ইসাহক আলীর সাথে তার ছোট ভাই এরশাদ আলীর জমিজমা বিষয়ে বিরোধ চলছিলো।
গত ৭ মে রাতে এর জের ধরে প্রতিপক্ষের লোকজন ইসাহাক আলীর বাড়িতে প্রবেশ করে জমিজমা ভাগবাটোয়ারা নিয়ে কথা কাটাকাটি ও গালিগালাজের এক পর্যায়ে ইসাহাক আলী ও তার স্ত্রী বুলুন নেছাকে লোহার রড ও হাসুয়া দিয়ে আঘাত করে। এতে বুলুন নেছা গুরুতর জখম হলে তাকে গ্রামবাসি উদ্ধার করে প্রথমে আদমদীঘি ও পরে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়।
এ ঘটনায় গত ১০ মে কদমা গ্রামের ইসাহাক আলী বাদি হয়ে এরশাদ আলী, মুসাসহ চাজনের বিরুদ্ধে আদমদীঘি থানায় একটি মামলা দায়ের করেন। কিন্তু মামলা দায়েরের ৪ দিন পার হয়ে গেলেও কোন আসামিকে পুলিশ গ্রেফতার করতে পারেনি।
আরও পড়ুনআদমদীঘি থানার অফিসার ইনচার্জ এসএম মোস্তাফিজুর রহমান জানান, এ ঘটনায় জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে।
মন্তব্য করুন