কিশোরগঞ্জে সন্ত্রাসবিরোধী মামলায় যুবলীগ নেতা গ্রেফতার

কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধি: নীলফামারীর কিশোরগঞ্জে সন্ত্রাসবিরোধী মামলার আসামি কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক মিনহাজুল আবেদিন মিনহাজকে গ্রেফতার করেছে পুলিশ। গত বুধবার রাত ১০ টায় গদা গ্রাম থেকে তাকে পুলিশ গ্রেফতার করে।
পুলিশ জানায়, কিশোরগঞ্জ থানায় সন্ত্রাসবিরোধী আইনের মামলায় মিনহাজ দীর্ঘদিন আত্মগোপনে ছিল। গত বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে গদা গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। সে গদা গ্রামের হারুন অর রশিদের ছেলে।
আরও পড়ুনকিশোরগঞ্জ থানার অফিসার ইনচার্জ(ওসি) আশরাফুল ইসলাম জানান, সন্ত্রাসবিরোধী মামলার আসামি মিনহাজকে গতকাল বৃহস্পতিবার জেলা কারাগারে পাঠানো হয়েছে।
মন্তব্য করুন