কিশোরগঞ্জে গাছের আম পাড়া নিয়ে প্রতিবেশির সাথে সংঘর্ষে নিহত ১

নিউজ ডেস্ক: কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার গোবরিয়া-আব্দুল্লাহপুর ইউনিয়নের উত্তর লক্ষ্মীপুর গ্রামে গাছ থেকে আম পাড়াকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে মমতা বেগম (৫৮) নামের এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন তার ছেলে জিল্লুর রহমান।
সোমবার (১২ মে) বিকেলে এ ঘটনা ঘটে। নিহত মমতা বেগম নজেরবাড়ি এলাকার মতিউর রহমানের স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা যায়, জিল্লুর রহমান দীর্ঘদিন ধরে বাড়ির পাশের একটি আম গাছের ভোগ-দখলে আছেন। সোমবার সেই গাছ থেকে আম পাড়তে গেলে প্রতিবেশী কালু মিয়া বাধা দেন। এ নিয়ে দুপক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এতে জিল্লুর রহমান ও তার মা আহত হন।
আরও পড়ুনস্থানীয়রা তাদের উদ্ধার করে জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মমতা বেগমকে মৃত ঘোষণা করেন। জিল্লুর রহমানকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ (ওসি) হেলাল উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘‘এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’’
মন্তব্য করুন