ভিডিও বুধবার, ০২ জুলাই ২০২৫

বগুড়া আদমদীঘিতে ব্যবসায়ী সিন্ডিকেটের বিরুদ্ধে রাস্তায় কাঁচা মরিচ ছিটিয়ে চাষীদের অবরোধ-বিক্ষোভ

বগুড়া আদমদীঘিতে ব্যবসায়ী সিন্ডিকেটের বিরুদ্ধে রাস্তায় কাঁচা মরিচ ছিটিয়ে চাষীদের অবরোধ-বিক্ষোভ। ছবি : দৈনিক করতোয়া

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : আদমদীঘিতে কাঁচা মরিচ ব্যবসায়ীদের সিন্ডিকেটের বিরুদ্ধে কাঁচা মরিচ মহাসড়ক ছিটিয়ে অবরোধ করে বিক্ষোভ করেছেন মরিচ চাষীরা। প্রায় আধা ঘন্টাব্যাপী চলা এই অবরোধে সড়কের দু’পাশে শত শত যানবাহন আটকে প্রায় দুই কিলোমিটার মহাসড়কে যানজটের সৃষ্টি হয়। আজ মঙ্গলবার (১ জুলাই) সকাল সোয়া ৭ টায় আদমদীঘি উপজেলা সদরের মরিচ বাজারে এ ঘটনাটি ঘটে।

জানা যায়, কাঁচা মরিচ উৎপাদনে প্রসিদ্ধ বগুড়ার আদমদীঘিতে উৎপাদিত কাঁচা মরিচ দেশের বিভিন্ন জেলায় রফতানি করা হয়ে থাকে। গত মৌসুমে কাঁচা মরিচ চাষীরা মরিচ বিক্রি করে বেশ লাভবান হন। যে কারণে চলতি মৌসুমে প্রায় দ্বিগুন জমিতে মরিচের আবাদ করে কৃষকরা।

কিন্তু এবার জমিতে কাঁচা মরিচের ফলন বেশি হওয়ায় দাম ও চাহিদা কমে যায়। গত বছর ২০০ টাকা কেজিতে মরিচ বিক্রি করলেও চলতি মৌসুমে মাত্র ১০ টাকা থেকে ১৫ টাকা কেজিতে মরিচ বিক্রি করতে বাধ্য হয় শুধু ব্যবসায়ী সিন্ডিকেটের কারণে। গত সোমবার থেকে কাঁচা মরিচের দাম কিছুটা বৃদ্ধি পায় এবং ২০ টাকা থেকে ২২ টাকা কেজিতে মরিচ বিক্রি শুরু হয়।

এক পর্যায়ে আজ মঙ্গলবার (১ জুলাই) আদমদীঘি সদর হাটে মরিচের ব্যাপক আমদানী হয়। অপর দিকে, মরিচ ব্যবসায়ী পাইকাররা এসে প্লাস্টিকের চট বিছিয়ে মরিচ না কিনে সিন্ডিকেট করে চুপচাপ বসে থাকে। এভাবে দীর্ঘ সময় তারা মরিচ না কিনে কম দামে কেনার সিন্ডিকেট তৈরি করে। বিষয়টি টের পেয়ে মরিচ চাষীরা তীব্র প্রতিবাদ জানায়।

সকাল ৭ টা ১০ মিনিটে ব্যবসায়ী সিন্ডিকেটের বিরুদ্ধে বস্তায় বস্তায় কাঁচা মরিচ মড়াসড়কে ছিটিয়ে ফেলে প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ করতে থাকে এবং ৭টা ৪০ মিনিট পর্যন্ত ৩০ মিনিট ব্যাপী মহাসড়ক অবরোধ করে। এক পর্যায়ে মরিচ ব্যবসায়ীরা পরিস্থিতি বুঝে তাদের চট গুছিয়ে নিয়ে পালিয়ে যায়।

আরও পড়ুন

এদিকে, অবরোধে মহাসড়কের উভয় পাশে শত শত যানবাহন আটকে প্রায় দুই কিলোমিটার মহাসড়কে যানজটের সৃষ্টি হয়। এসময় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু হাসান ঘটনাস্থলে পৌছে মরিচ চাষীদের সাথে আলোচনা করে অবরোধ তুলে নিলে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।

পাইকারি মরিচ ব্যবসায়ী বাচ্চু হোসেন জানায়, আমরা প্রতি দিনের মত গতকালও মরিচ কেনার জন্য বাজারে আসি। কিন্ত মরিচ ক্রয় করতে কিছুটা বিলম্ব হওয়ায় মরিচ চাষীরা বিক্ষোভ শুরু করলে আমরা মরিচ না কিনেই চলে আসতে বাধ্য হই।

অপরদিকে, মরিচ চাষী আব্দুল মতিন জানান,গত সোমবার থেকে বাজারে মরিচের দাম কিছুটা বৃদ্ধি পেলে ব্যবসায়ীরা সিন্ডিকেট করে বৃদ্ধি পাওয়া ন্যায্য দাম কৃষকদের না দিয়ে কম দাম কেনার পাঁয়তারা করছিল। ফলে লোকসানে পড়ে তারা বিক্ষুব্ধ হয়ে সড়কে মরিচ ছিটিয়ে এই প্রতিবাদ বিক্ষোভ করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিরাজগঞ্জের জোতপাড়া নৌঘাট পরিণত হয়েছে মনোরম বিনোদন কেন্দ্রে

লালমনিরহাটে লাম্পি স্কিন রোগে শতাধিক গরু মারা গেছে

বগুড়ার শিবগঞ্জে তিনটি হিমাগারে হামলা-ভাঙচুর, হিমাগারে ভাড়া বাড়ানোর প্রতিবাদ

বগুড়ায় শিক্ষার্থীদের উপবৃত্তির টাকা আত্মসাতের অভিযোগ, কারাগারে মাদরাসা সুপার

নওগাঁর রাণীনগরে বিস্ফোরক মামলায় ইউপি সদস্য গ্রেফতার

নওগাঁর রাণীনগরে ৩ মাদকসেবীর কারাদন্ড