ভিডিও বুধবার, ০২ জুলাই ২০২৫

বগুড়ায় শিক্ষার্থীদের উপবৃত্তির টাকা আত্মসাতের অভিযোগ, কারাগারে মাদরাসা সুপার

বগুড়ায় শিক্ষার্থীদের উপবৃত্তির টাকা আত্মসাতের অভিযোগ, কারাগারে মাদরাসা সুপার। প্রতীকী ছবি

কোর্ট রিপোর্টার : শিক্ষার্থীদের উপবৃত্তির টাকা আত্মসাতের অভিযোগে দায়ের করা মামলায় বগুড়ার সারিয়াকান্দি উপজেলার নিজবলাইল ইসলামিয়া দাখিল মাদরাসার সুপার মো. জাহাঙ্গীর আলমকে কারাগারে পাঠিয়েছেন আদালত। গতকাল সোমবার সন্ধ্যায় শুনানি শেষে বগুড়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান তার জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

মামলা সূত্রে জানা যায়, ২০২১ সালে সরকারের সংশ্লিষ্ট দপ্তর থেকে মাদরাসার শিক্ষার্থীদের উপবৃত্তির টিউশন ফি’র ৩৭ হাজার টাকা বগুড়া থানা রোডস্থ অগ্রণী ব্যাংক শাখায় পাঠানো হয়। নিয়ম অনুযায়ী, এই টাকা শিক্ষক-কর্মকর্তাদের মধ্যে বিতরণ করার কথা থাকলেও সুপার মো. জাহাঙ্গীর আলম সংশ্লিষ্টদের অজান্তে ওই টাকা উত্তোলন করে আত্মসাৎ করেন।

আরও পড়ুন

ঘটনার পর মাদরাসা পরিচালনা কমিটির সভাপতি সুলতান মাহামুদ রুবেল ২০২৩ সালের ২৩ মে আদালতে একটি মামলা দায়ের করেন। মামলার তদন্ত কর্মকর্তা বগুড়া সদর ফাঁড়ির এসআই শহিদুল ইসলাম তদন্ত শেষে অভিযোগের সত্যতা পান এবং ২০২৩ সালের ২ ডিসেম্বর আদালতে চার্জশিট দাখিল করেন। গতকাল সোমবার ছিল মামলার শুনানির দিন। এদিন সুপার জাহাঙ্গীর আলম আদালতে হাজির হয়ে জামিন চাইলে তা নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিরাজগঞ্জের জোতপাড়া নৌঘাট পরিণত হয়েছে মনোরম বিনোদন কেন্দ্রে

লালমনিরহাটে লাম্পি স্কিন রোগে শতাধিক গরু মারা গেছে

বগুড়ার শিবগঞ্জে তিনটি হিমাগারে হামলা-ভাঙচুর, হিমাগারে ভাড়া বাড়ানোর প্রতিবাদ

বগুড়ায় শিক্ষার্থীদের উপবৃত্তির টাকা আত্মসাতের অভিযোগ, কারাগারে মাদরাসা সুপার

নওগাঁর রাণীনগরে বিস্ফোরক মামলায় ইউপি সদস্য গ্রেফতার

নওগাঁর রাণীনগরে ৩ মাদকসেবীর কারাদন্ড