ভিডিও সোমবার, ১২ মে ২০২৫

কিশোরগঞ্জে বজ্রপাতে তিন কৃষক নিহত

কিশোরগঞ্জে বজ্রপাতে তিন কৃষক নিহত

কিশোরগঞ্জে বজ্রপাতে তিন কৃষক নিহত হয়েছেন। এসময় গুরুতর আহত হয়েছেন অপর এক কৃষক। আজ রোববার বিকেলে জেলার ভৈরব ও কুলিয়ারচর উপজেলায় পৃথক স্থানে এসব দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন , ভৈরব উপজেলার রসুলপুর গ্রামের আফছর উদ্দিনের ছেলে ফারুক মিয়া (৬০), শ্রীনগর গ্রামের ইউনুস মিয়ার ছেলে ফয়সাল (২৮) এবং কুলিয়ারচর উপজেলার হাজারী নগর গ্রামের শফু মিয়ার ছেলে কবির হোসেন (২৫)। 

 

আর গুরুতর আহত মনিরের (২৫) বাড়ি ময়মনসিংহ জেলার ফুলবাড়ীয়া উপজেলায়। ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার উম্মে হাবিবা জুঁই হতাহতের বিষয় নিশ্চিত করেছেন।

আরও পড়ুন

নিহতদের স্বজনরা জানায়, আজ বিকালে প্রত্যেকেই নিজ নিজ এলাকার মাঠে কৃষিকাজ করার সময় হটাৎ ঝড়-বৃষ্টি শুরু হয়। এসময় বজ্রপাত হলে পৃথক পৃথক স্থানে ৪ জন গুরুতর আহত হন। স্বজনরা ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ফারুক মিয়া, ফয়সাল ও কবির হোসেনকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত মনিরকে উন্নত চিকিৎসার জন্য কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। দুর্ঘটনার সময় আহত মনির নিহত ফারুক মিয়ার সাথে কৃষিকাজ করছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোপালগঞ্জে কেরামত প্লাজার মালিকের গাড়ি থেকে ইয়াবা ও অস্ত্র উদ্ধার

গেজেট প্রকাশ করলেই আ’লীগের নিবন্ধন বাতিলের সিদ্ধান্ত নেবে কমিশন : সিইসি

চাচাকে কুপিয়ে হত্যা করল ভাতিজা!

লিভারপুলকে তাদের মাঠে জিততে দেয়নি আর্সেনাল

একাত্তরে গণহত্যায় সহযোগিতার অভিযুক্তদের রাজনৈতিক অবস্থান ব্যাখ্যার আহ্বান এনসিপি’র

আজ আলোচনায় বসছে ভারত-পাকিস্তান