বগুড়ার সোনাতলায় গাছ উপড়ে ফেলার অভিযোগ
সোনাতলা (বগুড়া) প্রতিনিধি : সোনাতলা উপজেলার সৈয়দ আহম্মদ কলেজ ষ্টেশন এলাকায় এক মুক্তিযোদ্ধা পরিবারের ইউক্লিপটার গাছসহ সাইনবোর্ড, সীমানা নির্ধারণ খুঁটি উপড়ে ফেলার অভিযোগ উঠেছে।
অভিযোগ সূত্রে জানা গেছে, আজ শুক্রবার (৯ মে) সকাল সাড়ে ৭টায় বগুড়ার সোনাতলা উপজেলার দিগদাইড় ইউনিয়নের সৈয়দ আহম্মদ কলেজ ষ্টেশন এলাকার বীরমুক্তিযোদ্ধা মৃত আব্দুল ওয়াহেদ মন্ডলের ছেলের জমি থেকে একই এলাকার কয়েকজন ৪৫টি ইউক্লিপটার গাছ, সাইনবোর্ড, ব্যানার ও সীমানা নির্ধাণের কয়েকটি খুঁটি উপড়ে ফেলেছে।
আরও পড়ুনএ বিষয়ে গতকাল থানায় অভিযোগ করা হয়েছে। এ বিষয়ে সোনাতলা থানার ওসি মিলাদুন নবী বলেন, এ বিষয়ে একটি অভিযোগ পাওয়া গেছে। অভিযোগটি পুলিশ খতিয়ে দেখছে।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক
_20251217_153309851_medium_1765968524.jpg)







