ভিডিও রবিবার, ১৯ অক্টোবর ২০২৫, ৩ কার্তিক ১৪৩২

ভারতে অনলাইন সংবাদমাধ্যম ‘দ্য ওয়্যার’ এর ওয়েবসাইট বন্ধ

ভারতে অনলাইন সংবাদমাধ্যম ‘দ্য ওয়্যার’ এর ওয়েবসাইট বন্ধ

ভারতের অনলাইনভিত্তিক স্বাধীন সংবাদমাধ্যম ‘দ্য ওয়্যার’ এর ওয়েবসাইট বন্ধ করে দেওয়া হয়েছে। শুক্রবার (৯ মে) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (পূর্বে টুইটার) দেওয়া এক পোস্টে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যমটির কর্তৃপক্ষ।

দ্য ওয়ায়ারের পক্ষ থেকে বলা হয়, ভারতের সংবিধানে সংবাদমাধ্যমের স্বাধীনতার যে নিশ্চয়তা দেওয়া হয়েছে, তা সুস্পষ্টভাবে লঙ্ঘন করে ভারত সরকার আমাদের ওয়েবসাইটটি বন্ধ করে দিয়েছে। বিভিন্ন ইন্টারনেট সেবা প্রদানকারী সংস্থা থেকে আমরা ভিন্ন ভিন্ন ব্যাখ্যা পেলেও নিশ্চিত হয়েছি, এটি তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নির্দেশে করা হয়েছে।

এই ঘটনাকে ‘সেন্সরশিপ’ বলে উল্লেখ করে দ্য ওয়ায়ার বলেছে, এই পদক্ষেপ এমন এক সময়ে নেওয়া হয়েছে, যখন যুক্তিনিষ্ঠ ও সত্যনিষ্ঠ সংবাদ এবং তথ্যের নির্ভরযোগ্য উৎসগুলো জনগণের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। আমরা এই স্পষ্ট সেন্সরশিপের তীব্র প্রতিবাদ জানাই।

দ্য ওয়ায়ার জানিয়েছে, তারা এই ‘স্বেচ্ছাচারী ও অকারণ’ নিষেধাজ্ঞার বিরুদ্ধে আইনি লড়াইয়ের ঘোষণা দিয়েছে। সংবাদমাধ্যমটি বলেছে, আমরা এই অন্যায্য সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করতে সব ধরনের প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছি।

আরও পড়ুন

পাঠকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে দ্য ওয়ায়ার লিখেছে, আপনাদের সমর্থনই আমাদের গত ১০ বছরের পথচলায় সহায়ক হয়েছে। এই কঠিন সময়েও আমরা বিশ্বাস করি, আপনারা আমাদের পাশে থাকবেন।

দ্য ওয়ায়ারের দাবি, সত্য ও নির্ভুল সংবাদ পরিবেশনের ক্ষেত্রে তারা কোনোভাবেই পিছপা হবে না এবং দায়িত্বশীল সাংবাদিকতার আদর্শে অটল থাকবে।

ভারতের মত একটি গণতান্ত্রিক দেশে সংবাদমাধ্যমের ওপর এমন আচরণ নতুন করে মতপ্রকাশের স্বাধীনতা নিয়ে প্রশ্ন তুলে দিয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া দেখা যাচ্ছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিত্তবানরা অসহায়দের পাশে দাঁড়ালে সমাজের চিত্র বদলে যাবে : ওবাইদুর রহমান চন্দন

৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বগুড়া শহর যুবদলের প্রস্তুতি সভা

আনসার-ভিডিপি দেশে দক্ষ জনশক্তি তৈরির কারখানা : রংপুর রেঞ্জ উপ-মহাপরিচালক

পঞ্চগড়ে নবনির্মিত ২৫০ হাসপাতালটি সীমিত পরিসরে চালু আগামী মাসেই

বগুড়ার সারিয়াকান্দিতে সাময়িক বরখাস্তের শেষ হলেও স্কুলে যেতে পারছেনা প্রধান শিক্ষক

কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে আগুন