ভিডিও বৃহস্পতিবার, ০৮ মে ২০২৫

হর্ন নিয়ে মোশাররফ করিমের সচেতনামূলক বিজ্ঞাপন, ৫ দিনে ৫০ লাখের বেশী ভিউ

হর্ন নিয়ে মোশাররফ করিমের সচেতনামূলক বিজ্ঞাপন, ৫ দিনে ৫০ লাখের বেশী ভিউ

অভি মঈনুদ্দীন ঃ অকারণে হর্ন না বাজাতে ড্রাইভারদের সচেতন করতে জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম অভিনীত একটি ওভিসি (অনলাইন ভিডিও কমার্শিয়াল) দারুণ সাড়া ফেলেছে। গত শুক্রবার (২ মে) সন্ধ্যায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রকাশ করার পর প্রথম ৫দিনে ৫০ লাখেরও বেশি বার দেখা হয়েছে বিজ্ঞাপনটি।

বৃহস্পতিবার সকাল পর্যন্ত বিজ্ঞাপনটি ৫১ লাখ ভিউ (অর্গানিক) অতিক্রম করে । ‘নয়েজ পলিউশন কন্ট্রোল প্রজেক্ট বাই ডিওই’ নামক ফেসবুক পেজ থেকে প্রকাশিত ভিডিও’টি শেয়ার হয়েছে সাড়ে ছয় হাজার বারের বেশি। পরিবেশ অধিদপ্তরের ‘শব্দদূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও অংশীদারিত্বমূলক প্রকল্প’র সোশ্যাল মিডিয়া ক্যাম্পেইনের অংশ হিসেবে বিজ্ঞাপনটি নির্মাণ করা হয়েছে। এটি পরিচালনা করেছেন মেহেদী রনি। মূল ভাবনা ও গল্প রচনা করেছেন মোঃ নাজিম উদ্দিন (মাসুম)।

বিজ্ঞাপনটিতে বাস ড্রাইভার মোশাররফ করিমের সাথে হেল্পার চরিত্রে উপস্থিত হয়েছেন ফেসবুকে কনটেন্ট ক্রিয়েটর হিসেবে পরিচিত মুখ রিপন মিয়া। অকারণে হর্ন না বাজাতে উদ্বুদ্ধ করতে প্রচারিত বিজ্ঞাপনটি দেখে নেটিজেনরা ইতিবাচক মন্তব্য করেছেন। জাহিদ কামাল পলাশ নামের ফেসবুক আইডি থেকে একজন মন্তব্য করেছেন, ‘দারুন বিজ্ঞাপন। জনগনের কাছে সুন্দর বার্তা পৌছে দেবার জন্য ধন্যবাদ।’

মোহাম্মদ আব্দুর রহিম মন্তব্য করেছেন, ‘সুন্দর একটা বাস্তবতা তুলে ধরা হয়েছে। সবাই মেনে চলবেন।’ রাত্রি ইসলাম মন্তব্যের ঘরে লিখেছেন, ‘অসাধারণ বিজ্ঞাপন।’ বৃষ্টির ডেইলি ভ্ধসঢ়;লগ নামক একটি আইডি থেকে মন্তব্য করা হয়েছে, ‘অসাধারণ হয়েছে, খুবই ভালো লাগলো অভিনয়টা। আসলেই ঠিক এরকম হর্ন বাজালে মানুষেরও ক্ষতি, নিজেরও ক্ষতি।’

আরও পড়ুন

বিজ্ঞাপনে মোশাররফ করিমের সংলাপ ‘বাজাবো না অকারণে হর্ন, কমাবো শব্দদূষণ’ নিজেরা মেনে চলার পাশাপাশি অন্যদেরও মেনে চলার পরামর্শ দিয়ে মন্তব্য করেছেন অসংখ্য নেটিজেন। খুব অল্পসময়ে বিজ্ঞাপনটি ব্যাপক সাড়া পাওয়ার ব্যাপারে জানতে চাইলে মোশাররফ করিম বলেন, ‘আমার নিজেরও এমন ভাবনা ছিল যে এই ধরনের যেকোনো কাজ পেলে আমি করব। কারণ আমি এর আগেও সচেতনতামূলক বেশ কিছু কাজ করেছি। আমি মনে করি শিল্পী হিসেবে আমার দায়িত্বের জায়গা থেকেই এই ধরনের কাজ করা উচিত। সেই দায়িত্ববোধের জায়গা থেকেই এই কাজটি আমার করা এবং আমার কাছে কাজটি করে খুব ভালোলেগেছে। প্রচারে আসার পর অবশ্য বেশ সাড়া পাচ্ছি। তো কথা একটাই, যে কারণে এই বিজ্ঞাপনটি নির্মাণ করা হয়েছে সেই কারণ বা উদ্দ‌েশ্য সফল হলেই আমাদের সবার কষ্ট স্বার্থক হবে এবং আগামীদিনে আমরা এমন কাজ করতে অনুপ্রাণিত হবো।’

এছাড়াও বিজ্ঞাপনটির বিষয়বস্তুর পাশাপাশি মোশাররফ করিমের সাথে রিপন মিয়ার উপস্থিতিও নেটিজেনদের মাঝে দারুণ সাড়া ফেলেছে। ‘শব্দদূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও অংশীদারিত্বমূলক প্রকল্প’র সোস্যাল মিডিয়া ক্যাম্পেইনের পরামর্শক প্রতিষ্ঠান হিসেবে কাজ করছে ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড। উল্লেখ্য, গেলো ঈদে মুক্তি পেয়েছে মোশাররফ করিম অভিনীত শরাফ আহমেদ জীবন পরিচালিত সিনেমা ‘চক্কর’। এতে অভিনয় করে প্রশংসার ধারাবাহিকতাতে আরো এগিয়ে গেলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আজ রাতেই আওয়ামী লীগের বিষয়ে ফায়সালা: নাহিদ ইসলাম

 ভারত-শাসিত জম্মু ও কাশ্মীরে পাকিস্তানের ক্ষেপণাস্ত্র হামলা

বগুড়ার শেরপুরে কষ্টি পাথরের মূর্তি উদ্ধার তিনজন গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জে টাক্টর-ট্রলির সংঘর্ষে মোটরসাইকেল চালক নিহত  

দিনাজপুরের নবাবগঞ্জে বোরো ধান কাটা শুরু ব্যস্ততা বেড়েছে গৃহিণীদের

চাঁপাইনবাবগঞ্জে আইনজীবীর অর্ধগলিত মরদেহ উদ্ধার