কেয়া পায়েলের ‘এক্স বয়ফ্রেন্ড’ কি ইরফান সাজ্জাদ?
বিনোদন ডেস্ক ঃ ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা ইরফান সাজ্জাদের জন্মদিন আজ । বিশেষ এই দিনে সহকর্মী থেকে শুরু করে অনুরাগীদের শুভেচ্ছায় ভাসছেন তিনি। তবে জন্মদিনের শুভেচ্ছার ভিড়ে সবচেয়ে বেশি আলোচনার জন্ম দিয়েছে অভিনেত্রী কেয়া পায়েলের একটি ফেসবুক পোস্ট। ইরফান সাজ্জাদের সঙ্গে একটি ছবি পোস্ট করে কেয়া পায়েল ক্যাপশনে লেখেন, ‘শুভ জন্মদিন আমার এক্স বয়ফ্রেন্ড। ব্যস, এই একটি লাইনেই শুরু হয়ে যায় কৌতূহল, জল্পনা আর হাস্যরসের ঝড়। পোস্টের মন্তব্য ঘরেও যোগ হয় মজার রসদ। অভিনেতা খায়রুল বাসার সেখানে মন্তব্য করেন, ‘মেহরিন, তোমার এক্সকে শুভ জন্মদিনে উইশ করছ ভালো, কিন্তু এসব ছবি যেন আমার সামনে আর না আসে।’
এই মন্তব্যের পর অনেকের মনেই প্রশ্ন কেয়া পায়েলকে ‘মেহরিন’ বলে ডাকছেন কেন খায়রুল বাসার? আর সত্যিই কি ইরফান সাজ্জাদ কেয়ার প্রাক্তন প্রেমিক? আসলে পুরো ঘটনাটিই একটি নাটকীয় মজার প্রেক্ষাপট থেকে তৈরি। সম্প্রতি প্রচারিত ধারাবাহিক নাটক ‘এটা আমাদেরই গল্প’–এ একসঙ্গে অভিনয় করেছেন ইরফান সাজ্জাদ, কেয়া পায়েল ও খায়রুল বাসার। নাটকের গল্পে দেখা যায়, সামির (খায়রুল বাসার) হঠাৎ করেই মেহরিনকে (কেয়া পায়েল) বিয়ে করে ঘরে তোলে।
পরে জানা যায়, সামিরের বড় ভাই ফাহাদ (ইরফান সাজ্জাদ) একসময় মেহরিনের প্রেমিক ছিল। সেই গল্পের রসায়ন থেকেই কেয়া পায়েলের এই ‘এক্স বয়ফ্রেন্ড’ মন্তব্য। মজার রেশ আরো বাড়িয়ে ইরফান ও কেয়ার সঙ্গে আরেকটি ছবি পোস্ট করেন খায়রুল বাসার। ক্যাপশনে লেখেন, ‘শুভ জন্মদিন, লোভী ঘরজামাই ফাহাদ ভাই (ইরফান সাজ্জাদ)। মেহরিন (কেয়া পায়েল), এমন ছবি যেন আমার সামনে আর না আসে।’ এই পোস্টেও চুপ থাকেননি ইরফান সাজ্জাদ। মজা করে তিনি মন্তব্য করেন, ‘তীব্র প্রতিবাদ জানাই।
আরও পড়ুনউল্লেখ্য, পারিবারিক গল্পে মোড়া নাটক ‘এটা আমাদেরই গল্প’ পরিচালনা করেছেন মোস্তফা কামাল রাজ। এতে আরো অভিনয় করেছেন নাদের চৌধুরী, মনিরা মিঠু, ইন্তেখাব দিনার, সুনেরাহ বিনতে কামাল, দীপা খন্দকারসহ আরো অনেকে। নাটকের পর্দার গল্প এবার যেন বাস্তব জীবনেও এনে দিল একরাশ হাসি আর অনুরাগীদের জন্য বাড়তি বিনোদন।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক

_medium_1767792814.jpg)






_medium_1767795295.jpg)