ভিডিও বৃহস্পতিবার, ০৮ জানুয়ারি ২০২৬, ২৪ পৌষ ১৪৩২

প্রকাশ : ০৭ জানুয়ারী, ২০২৬, ০৫:২২ বিকাল

নতুন বছরে জুটি বাঁধছেন প্রসেনজিৎ-ঋতুপর্ণা

প্রসেনজিৎ-ঋতুপর্ণা

ভারতীয় বাংলা সিনেমার হিট জুটি প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ও ঋতুপর্ণা সেনগুপ্ত। পর্দায় তাদের উপস্থিতি এক আলাদা মাত্রা যোগ করে।

২০০১ সালে ‘জামাইবাবু’ সিনেমা মুক্তির চোদ্দো বছর পর ‘প্রাক্তন’র হাত ধরে বড়পর্দায় প্রত্যাবর্তন ঘটেছিল তাদের। পছন্দের জুটির ‘রিইউনিয়নে’ খুশি হয়েছিলেন দর্শক।

২০১৭ সালে উইন্ডোজের ‘প্রাক্তন’ সিনেমায় তাদের জুটি ফের উসকে দিয়েছিল নস্ট্যালজিয়া। 

 

নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের ‘প্রাক্তন’র পর, কৌশিক গঙ্গোপাধ্যায়ের ‘দৃষ্টিকোণ’ ও ‘অযোগ্য’ সিনেমার পর্দায় ধরা দিয়েছিলেন একসঙ্গে। সিনেমাগুলো তুমুল ব্যবসা করেছিলে বক্স অফিসে। মাঝে যদিও ‘প্রসেনজিৎ ওয়েডস ঋতুপর্ণা’তে ক্যামিও চরিত্রে দেখা গিয়েছিল তাদের।

 

আরও পড়ুন

‘অযোগ্য’র পর টলিপাড়ার এই হিট জুটি আবার কবে পর্দায় ফিরবে তা নিয়ে অনেকের মনেই অনেকবার প্রশ্ন জেগেছে। এবার কানাঘুষো শোনা যাচ্ছে, আবারো নাকি কৌশিক গঙ্গোপাধ্যায়ের পরিচালনাতেই পর্দায় ফিরছে প্রসেনজিৎ-ঋতুপর্ণা।

সূত্রের খবর, নতুন বছরে নিজের প্রথম সিনেমা ‘বিজয়নগরের হীরে’র ডাবিংয়ে গিয়ে নাকি পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায়ের সঙ্গে দেখা হয় প্রসেনজিতের। শোনা যাচ্ছে, একই জায়গায় নিজের সিনেমার পোস্ট প্রোডাকশনের কাজে গিয়েছিলেন পরিচালকও।

সেখানেই নাকি নতুন সিনেমা নিয়ে আলোচনা হয় তাদের। আর সেই সিনেমায় প্রসেনজিতের সঙ্গে ঋতুপর্ণাকে দেখা যাবে বলেই শোনা যাচ্ছে।

সূত্রের খবর থেকে আরও জানা যাচ্ছে, প্রসেনজিৎ-ঋতুপর্ণাকে নিয়ে কৌশিক গঙ্গোপাধ্যায়ের নতুন সিনেমার আলোচনা নাকি এই মুহূর্তে রয়েছে একেবারেই প্রাথমিক পর্যায়ে। সব কিছু ঠিক থাকলে নাকি চলতি বছরে গ্রীষ্মকালেই মুক্তি পাবে সেই সিনেমা। যদিও বিষয়টি নিয়ে এখনও মুখ খোলেননি কেউ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এমটিবি ও এসএমসি এন্টারপ্রাইজ লিমিটেড-এর মধ্যে সমন্বিত ক্যাশ ম্যানেজমেন্ট সল্যুশনের চুক্তি স্বাক্ষর

প্রধান বিচারপতির বাসভবনসহ বিভিন্ন স্থানে সভা-সমাবেশ নিষিদ্ধ

বগুড়া শহরের ফুটপাতে বিক্রি হচ্ছে  বিশ্বের নানা দেশের জাতীয় ফল

চলতি মাসে চালু হবে এনআইডি সংশোধন কার্যক্রম

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইপর্বের দল ঘোষণা বাংলাদেশের

গাজীপুরে ঝুট গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ৬ ইউনিট