হিন্দি সিনেমা হিসেবে সর্বোচ্চ আয়ের নতুন ইতিহাস গড়লো ‘ধুরন্ধর’
বিনোদন ডেস্ক : আদিত্য ধর পরিচালিত ও রনবীর সিং অভিনীত চলচ্চিত্র ‘ধুরন্ধর’ ভারতীয় বক্স অফিসে হিন্দি ভাষার সিনেমার সর্বোচ্চ আয়ের নতুন ইতিহাস গড়েছে। ছবিটি হিন্দি ডাব সংস্করণসহ মুক্তিপ্রাপ্ত ‘পুষ্পা ২: দ্য রুল’-কে ছাড়িয়ে গিয়ে এই নজির স্থাপন করেছে। সিনেমাটি প্রযোজনা করেছে জিও স্টুডিওস ও ই৬২ স্টুডিওস।
জিও স্টুডিওসের তথ্য অনুযায়ী, ভারতে ছবিটির মোট আয় দাঁড়িয়েছে ৯৮১.০৫ কোটি রুপি। আন্তর্জাতিক বাজার থেকে এসেছে ৩০.৫ মিলিয়ন মার্কিন ডলার। রনবীর সিংয়ের পাশাপাশি খল চরিত্রে অক্ষয় খন্নার অভিনয় দর্শক-সমালোচকদের প্রশংসা কুড়িয়েছে। আরও অভিনয় করেছেন সঞ্জয় দত্ত, আর. মাধবন, অর্জুন রাম্পাল, সারা অর্জুন, রাকেশ বেদী, মনব গোহিল, দানিশ প্যান্ডোর, সৌম্য তন্দন, গৌরব গেরা ও নাভিন কৌশিক।
গল্পের দিক থেকেও ব্যতিক্রমী ‘ধুরন্ধর’। দুই ভাগে বলা এই গল্পের প্রথম অংশে উঠে এসেছে প্রায় এক দশকব্যাপী এক গুপ্তচর অভিযানের কাহিনি, যেখানে একজন ভারতীয় গুপ্তচর করাচির অপরাধ ও রাজনৈতিক জগতের গভীরে প্রবেশ করে। দ্বিতীয় অংশে সেই কাহিনি প্রথম ভাগের ক্লিফহ্যাঙ্গার থেকেই এগিয়ে যাবে।
আরও পড়ুনভারতের স্থানীয় বাজারে সর্বোচ্চ আয়কারী চলচ্চিত্রের তালিকায় বর্তমানে ছবিটি রয়েছে চতুর্থ স্থানে। এর আগে রয়েছে ‘বাহুবলী ২: দ্য কনক্লুশন’, ‘পুষ্পা ২: দ্য রুল’ ও ‘কে.জি.এফ: চ্যাপ্টার ২’-যেগুলো বিভিন্ন ভাষার মূল ও ডাব সংস্করণ মিলিয়ে আয় করেছে। তবে কেবল হিন্দি ভাষার সিনেমা হিসেবে শীর্ষে অবস্থান করছে ‘ধুরন্ধর’। আন্তর্জাতিক অঙ্গনেও ছবিটির সাফল্য চোখে পড়ার মতো। উত্তর আমেরিকায় এটি এখন পর্যন্ত সর্বোচ্চ আয় করা হিন্দি চলচ্চিত্র। কানাডা ও অস্ট্রেলিয়ায় সর্বোচ্চ আয় করা ভারতীয় সিনেমা এবং যুক্তরাজ্যে সর্বকালের চতুর্থ সর্বোচ্চ আয় করা ভারতীয় চলচ্চিত্রের তালিকায় জায়গা করে নিয়েছে ‘ধুরন্ধর’।
বিশ্বব্যাপী সর্বোচ্চ আয় করা ভারতীয় ছবির তালিকায়ও ‘ধুরন্ধর’ পঞ্চম স্থানে উঠে এসেছে। এই তালিকার শীর্ষে রয়েছে ‘দঙ্গল’, এরপর পর্যায়ক্রমে ‘বাহুবলী ২’, ‘পুষ্পা ২’ ও ‘আরআরআর’। ইতোমধ্যে শুরু হয়েছে ‘ধুরন্ধর ২’-এর প্রস্তুতি। আগামী ১৯ মার্চ একযোগে হিন্দি, তেলুগু, তামিল, কন্নড় ও মালায়ালম-এই পাঁচ ভাষায় মুক্তি পাওয়ার কথা রয়েছে ছবিটির। দক্ষিণ ভারতের বাজারে ব্যাপক চাহিদার কথা মাথায় রেখেই বহুভাষিক মুক্তির সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যা ভারতীয় সিনেমার জন্য একটি উল্লেখযোগ্য উদ্যোগ হিসেবে বিবেচিত হচ্ছে।
মন্তব্য করুন



_medium_1767800826.jpg)
_medium_1767800598.jpg)




