ভিডিও বৃহস্পতিবার, ০৮ জানুয়ারি ২০২৬, ২৪ পৌষ ১৪৩২

প্রকাশ : ০৮ জানুয়ারী, ২০২৬, ০৪:৫৭ দুপুর

সন্তান জন্মের ১৮ দিনের মধ্যেই কাজে ফিরলেন ভারতী

সন্তান জন্মের ১৮ দিনের মধ্যেই কাজে ফিরলেন ভারতী, ছবি: সংগৃহীত।

বিনোদন ডেস্ক : নতুন বছরের শুরুতেই নিজের কাজে ফিরেছেন ভারতের জনপ্রিয় কমেডিয়ান ভারতী সিং। তবে এবার তার এই ফেরাটা একটু বিশেষ। দ্বিতীয় সন্তান ‘কাজু’র জন্মের পর মাত্র ১৮ দিন পার হতেই শুটিং সেটে হাজির হয়ে সবাইকে তাক লাগিয়ে দিয়েছেন তিনি।

সম্প্রতি শুরু হয়েছে ‘লাফটার শেফস সিজন ৩’-এর শুটিং। এই রিয়ালিটি শো-তে কৃষ্ণা অভিষেক, কাশ্মীরা শাহ, করণ কুন্দ্রা, এলভিশ যাদব এবং গুরমিত চৌধুরীর মতো জনপ্রিয় তারকাদের দেখা মিললেও সবটুকু আলো কেড়ে নিলেন ভারতী। এত দ্রুত কাজে ফেরায় নেটিজেনদের প্রশংসার পাশাপাশি অনেকের কৌতুহলী প্রশ্নের মুখেও পড়তে হয়েছে তাকে। শুটিং সেটে দ্বিতীয় সন্তানের জন্মদিন উপলক্ষে মিষ্টি বিতরণ করেন ভারতী। 

সেখানে পাপারাজ্জিরা তাকে প্রশ্ন করেন, কাজুর সাথে ভক্তদের পরিচয় করিয়ে দেবেন কবে? জবাবে ভারতী হাসিমুখে বলেন, ‘গোলা এবং কাজু দুজনেই এখন বাড়িতে আছে। যদি কেউ ক্যামেরা ছাড়া ব্যক্তিগতভাবে দেখা করতে আসেন, তবে অবশ্যই পরিচয় করিয়ে দেব।’ পাপারাজ্জিরা জানতে চান, কাজুর পর এবার কি তবে পরিবারের নতুন সদস্য ‘কিশমিশ’ আসবে? অর্থাৎ তারা ভারতীর তৃতীয় সন্তানের পরিকল্পনা নিয়ে প্রশ্ন তোলেন। হেসে ভারতী বলেন, ‘অবশ্যই কিশমিশ আসবে! আমরা থামছি না। আমাদের জীবনে এমন আনন্দের মুহূর্ত আবারও আসবে।’

আরও পড়ুন

উল্লেখ্য, প্রথম সন্তান গোলার জন্মের পর ভারতী মনেপ্রাণে একটি কন্যা সন্তান চেয়েছিলেন। দ্বিতীয়বার মা হওয়ার সময় তিনি বেশ আবেগপ্রবণ ছিলেন। এমনকি হাসপাতালে কাজুকে প্রথমবার দেখার পর কান্নায় ভেঙে পড়েছিলেন ভারতী।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভিভো এক্স৩০০ প্রো: প্রিমিয়াম ফ্ল্যাগশিপ ফিচার ও পারফরম্যান্স

গাজীপুরে এনসিপি নেতাকে গুলি করে মোটরসাইকেল ছিনতাই

মহিমাগঞ্জে আহলে হাদীস  জামে মসজিদে চুরি 

সিরাজগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে  খাদ্য সংরক্ষণ, ৫ প্রতিষ্ঠানের  জরিমানা

কুমিল্লা-৪ আসনে প্রার্থী হতে পারছেন না বিএনপির মঞ্জুরুল আহসান

এলপিজি ব‍্যবসায়ীদের ধর্মঘট প্রত‍্যাহার