ভারতে চুরি করতে গিয়ে একজস্ট ফ্যানের ছিদ্রে আটকে গেলো চোর
আন্তর্জাতিক ডেস্ক: ভারতের রাজস্থানের কোটায় ঘটেছে এক অদ্ভুত কাণ্ড। গৃহস্থের বাড়িতে চুরি করতে ঢুকে রান্নাঘরের একজস্ট ফ্যানের গর্তে আটকে পড়ে এক চোর। পা থেকে কোমর পর্যন্ত ভেতরে, বাকিটা বাইরে- এই অবস্থায় প্রায় ঘণ্টাখানেক অসহায়ভাবে ঝুলে ছিল সে।
ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, গত ৩ জানুয়ারি সুভাষকুমার রাওয়াত তার পরিবার নিয়ে বাইরে ঘুরতে গিয়েছিলেন। ৪ জানুয়ারি রাত ১টার দিকে যখন তারা যখন বাড়ি ফেরেন, তখন সদর দরজায় স্কুটারের হেডলাইটের আলো পড়তেই চক্ষু চড়কগাছ রাওয়াত দম্পতির। তারা দেখেন, রান্নাঘরের দেওয়ালের একজস্ট ফ্যানের ফাঁকে অদ্ভুতভাবে আটকে আছেন এক ব্যক্তি।
পুলিশ সূত্রের খবর, চুরির উদ্দেশেই ওই ব্যক্তি বাড়িতে ঢোকার চেষ্টা করেছিলেন। কিন্তু একজস্ট ফ্যানের সরু গর্ত দিয়ে ঢুকতে গিয়েই ঘটে বিপত্তি। কোমর পর্যন্ত ঢোকার পর তিনি সেখানে এমনভাবে আটকে যান যে, আর নড়ার উপায় ছিল না। বাড়ির মালিকের আসার শব্দ পেয়ে তার সঙ্গীরা তাকে ফেলে রেখেই পালিয়ে যায়।
আরও পড়ুনচিৎকার-চেঁচামেচিতে পাড়া-প্রতিবেশীরা জড়ো হন বাড়িতে। পরে পুলিশ গিয়ে ওই ব্যক্তিকে উদ্ধার করে গ্রেপ্তার করে।
জানা গেছে, ওই চোরেরা পুলিশের স্টিকার লাগানো একটি গাড়ি নিয়ে এসেছিল। পলাতক সঙ্গীর খোঁজে ইতিমধ্যেই তল্লাশি শুরু করেছে পুলিশ। পাশাপাশি এই চক্রটি এলাকার আর কোনো চুরির ঘটনার সঙ্গে যুক্ত কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।
মন্তব্য করুন

আন্তর্জাতিক ডেস্ক








