ভিডিও বৃহস্পতিবার, ০৮ জানুয়ারি ২০২৬, ২৪ পৌষ ১৪৩২

প্রকাশ : ০৭ জানুয়ারী, ২০২৬, ০৩:১৬ দুপুর

মার্কিন বাহিনীর তৎপরতার মুখে তেলবাহী ট্যাঙ্কার পাহারায় রুশ বাহিনী

মার্কিন বাহিনীর তৎপরতার মুখে তেলবাহী ট্যাঙ্কার পাহারায় রুশ বাহিনী,ছবি: সংগৃহীত।

আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন বাহিনীর তৎপরতার মুখে একটি তেলবাহী ট্যাঙ্কারকে পাহারা দিতে নৌবাহিনীর জাহাজ মোতায়েন করেছে রাশিয়া। আটলান্টিক মহাসাগরে ওই ট্যাঙ্কার ঘিরে রাশিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যে সম্ভাব্য মুখোমুখি পরিস্থিতি তৈরি হয়েছে। যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম সিবিএস এ খবর জানিয়েছে।

সম্প্রতি  মার্কিন কোস্ট গার্ড ক্যারিবীয় সাগরে বেলা-১ নামের জাহাজটি আটকানোর চেষ্টা করেছিল। যুক্তরাষ্ট্রের অভিযোগ ছিল, জাহাজটি মার্কিন নিষেধাজ্ঞা ভেঙে ইরানি তেল পরিবহন করছিল। তবে জাহাজটি গতিপথ পরিবর্তন করে এবং নাম বদলে মারিনেরা রাখে। জাহাজটি বর্তমানে খালি থাকলেও অতীতে এটি ভেনেজুয়েলার অপরিশোধিত তেল পরিবহন করত। মঙ্গলবার  (৬ জানুয়ারি) জাহাজটি স্কটল্যান্ড ও আইসল্যান্ডের মধ্যবর্তী এলাকায় অবস্থান করছিল বলে ধারণা করা হয়। সম্প্রতি  মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণায় বলেছেন, ভেনেজুয়েলায় নিষেধাজ্ঞাভুক্ত তেলবাহী জাহাজের চলাচল ঠেকাতে তিনি অবরোধ জারি করেছেন।

 সিবিএস সংবাদে আরও উল্লেখ করা হয়েছে,  ইউরোপের দিকে জাহাজটির অগ্রযাত্রার সময় একই অঞ্চলে প্রায় ১০টি মার্কিন সামরিক পরিবহন বিমান ও হেলিকপ্টার উপস্থিত থাকার তথ্য মিলেছে। পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে রাশিয়া জানিয়েছে, তারা বিষয়টি গভীরভাবে পর্যবেক্ষণ করছে। মঙ্গলবার দুজন মার্কিন কর্মকর্তা সিবিএসকে জানান, যুক্তরাষ্ট্র জাহাজটি দখল করতে চায়, ডুবিয়ে দিতে নয়। মার্কিন সামরিক বাহিনীর সাউদার্ন কমান্ড সামাজিক যোগাযোগমাধ্যমে জানায়, নিষেধাজ্ঞাভুক্ত জাহাজ ও সংশ্লিষ্ট পক্ষগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নিতে তারা প্রস্তুত।

আরও পড়ুন

রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, আমাদের জাহাজ আন্তর্জাতিক জলসীমায় রুশ পতাকা নিয়ে আন্তর্জাতিক সামুদ্রিক আইন মেনেই চলাচল করছে। তবু যুক্তরাষ্ট্র ও ন্যাটো বাহিনী এটিকে অস্বাভাবিকভাবে বেশি গুরুত্ব দিচ্ছে। মন্ত্রণালয় আরও দাবি করেছে, পশ্চিমা দেশগুলো যদি সত্যিই সমুদ্রে চলাচলের স্বাধীনতায় বিশ্বাস করে, তবে তাদের সেই নীতির প্রতিফলন ঘটানো উচিত।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রংপুরের গঙ্গাচড়ায় শীতে ক্ষতিগ্রস্ত বোরো বীজতলা, রোপণ নিয়ে শঙ্কা

ভিভো এক্স৩০০ প্রো: প্রিমিয়াম ফ্ল্যাগশিপ ফিচার ও পারফরম্যান্স

গাজীপুরে এনসিপি নেতাকে গুলি করে মোটরসাইকেল ছিনতাই

মহিমাগঞ্জে আহলে হাদীস  জামে মসজিদে চুরি 

সিরাজগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে  খাদ্য সংরক্ষণ, ৫ প্রতিষ্ঠানের  জরিমানা

কুমিল্লা-৪ আসনে প্রার্থী হতে পারছেন না বিএনপির মঞ্জুরুল আহসান