‘ময়না মতির গল্প’তে ময়না’রূপে নীলা
অভি মঈনুদ্দীন ঃ বাংলাদেশের চলচ্চিত্রের ইতিহাসে অন্যতম দর্শকপ্রিয় সিনেমা ছিলো নায়ক রাজ রাজ্জাক ও কবরী অভিনীত কাজী জহির পরিচালিত ‘ময়না মতি’ সিনেমাটি। এই সিনেমার ‘অনেক সাধের ময়না আমার বাঁধন কেটে যায়’ গানটি এখনো দর্শকের কাছে ভীষণ প্রিয়। সেই ‘ময়না মতি’ সিনেমার কথা এই সময়ের দর্শকের অনেকেরই অজানা। তবে এই সময়ের দর্শকের জন্য এই প্রজন্মের মেধাবী নাট্যনির্মাতা ইকসান রনি ময়না ও মতির গল্প নিয়ে নির্মাণ করেছেন নাটক ‘ময়না মতির গল্প’।
নাটকটি রচনা করেছেন ফরহাদ হোসেন। এরইমধ্যে রাজধানীর মহানগর এলাকায় নাটকটির দৃশ্য ধারনের কাজ শেষে হয়েছে। এর আগে বেশকিছু ভালো ভালো গল্পের নাটক নির্মাণ করে নির্মাতা হিসেবে বেশ আলোচনায় এসেছেন ইকসান রনি।
বিশেষত ‘বাবারাও মানুষ’ নাটকটি এ যাবতকাল পর্যন্ত তার নির্মিত সেরা কাজের মধ্যে অন্যতম। নাটকে ‘ময়না’ চরিত্রে অভিনয় করেছেন লাক্সতারকা নীলাঞ্জনা নীলা। তাকে নিয়ে ময়না চরিত্রে কাজ করে তৃপ্ত নির্মাতা ইকসান রনি।
রনি বলেন,‘ আমি এ পর্যন্ত বেশকিছু নাটক নির্মাণ করেছি। তারমধ্যে সবচেয়ে বেশি আলোচনায় বাবাও মানুষ’। এতে নাম ভূমিকায় দুর্দান্ত অভিনয় করেছেন শ্রদ্ধেয় ফজলুর রহমান বাবু ভাই, তানিয়া বৃষ্টিও অসাধারন অভিনয় করেছেন। তো এই নাটকে ময়না চরিত্রে নীলাকে নিয়ে কাজ করেছি। নীলাও এক কথায় তার চরিত্রে ছিলেন অনবদ্য। আমি আমার কাজ বলেই বলছিনা, যে শ্রম দিয়ে কষ্ট করে আমরা গল্পটা বলার চেষ্টা করেছি, আশা করছি দর্শকের ভীষণ ভালোলাগবে।’
আরও পড়ুননীলাঞ্জনা নীলা বলেন,‘ ইকসান রনি ভাইয়ের নির্দেশনায় এটা ছিলো আমার প্রথম কাজ। ময়না একজন ধর্ষিতা মেয়ে। এই ধরনের চরিত্র ফুটিয়ে তোলা সত্যিই অনেক চ্যালেঞ্জিং। তবে সেই চ্যালেঞ্জটা সহজ করে দিয়েছেন ইকসান রনি ভাই। পুরো ইউনিট এতো আন্তরিক এবং হেল্পফুল যা আমাকে চরিত্রটি যথাযথভাবে ফুটিয়ে তুলতে ভীষণ অনুপ্রাণিত করেছে। ময়না চরিত্রটি আমার অভিনয় জীবনের অন্যতম সেরা একটি চরিত্র। আমি কৃতজ্ঞ পরিচালকের কাছে এবং কাজটি নিয়ে খুউব আশাবাদী।’
ইকসান রনি জানান, নাটকটি একটি স্যাটেলাইট চ্যানেলে শিগগিরই প্রচার হবে। নীলাঞ্জনা নীলা প্রথমে আলোচনায় আসেন বদরুল আনাম সৌদের পরিচালনায় ‘গহীন বালুচর’ সিনেমাতে অভিনয় করে। এরইমধ্যে আরো বেশকিছু নাটকে অভিনয় করে তিনি বেশ প্রশংসা কুঁড়িয়েছেন।
এরইমধ্যে তিনি প্রায় শেষ করেছেন ‘অন্তর্বর্তী’ ও ‘রুক্সার’ নামের দুটি সিনেমার কাজ। আগামী ১০ জানুয়ারি নীলা মোশাররফ করিমের বিপরীতে একটি নাটকের কাজে ব্যস্ত থাকবেন। তার বিপরীতে নীলার অন্যতম জনপ্রিয় নাটক হচ্ছে ‘জামাই বউ অতি চালাক’।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক


_medium_1767792814.jpg)





